২০১৯ সালের বসন্ত উত্সবের গালা অনুষ্ঠানের দর্শক সংখ্যা ১১৭.৩ কোটি
  2019-02-05 19:51:50  cri
ফেব্রুয়ারি ৫: ২০১৯ সালে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র উদ্যোগে নির্মিত চীনের বসন্ত উত্সবের 'গালা অনুষ্ঠান' সম্প্রচারের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

এক পরিসংখ্যান অনুযায়ী, চীনের চান্দ্র নববর্ষের আগের দিন রাতে দেশের ২৩৯টি টিভি চ্যানেল এই গালা অনুষ্ঠান একই সঙ্গে সম্প্রচার করে এবং ২১৮টি বিদেশি সহযোগীর মাধ্যমে ১৬২টি দেশ ও অঞ্চলে প্রচারিত হয়। সরাসরি সম্প্রচারের সময় টিভি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেশি-বিদেশি দর্শক সংখ্যা ১১৭.৩ কোটিতে দাঁড়ায়। এই সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৪ কোটি ২০ লাখ বেশি।

চলিত বছরের বসন্ত উত্সবের গালা অনুষ্ঠান নিয়ে ৯৬.৯৮ শতাংশ লোক সন্তুষ্টি প্রকাশ করেন, যা সাম্প্রতিক বছরগুলোতে দর্শকদের সবচেয়ে পছন্দের গালা অনুষ্ঠানের মধ্যে অন্যতম একটি।

সিএমজি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম গালা অনুষ্ঠান হিসেবে এতে পুরোপুরিভাবে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র, চীনের জাতীয় বেতার, আন্তর্জাতিক বেতার এবং নিউ মিডিয়ার প্লাটফর্মের প্রাধান্য পালন করা হয়। ফাইভ-জি এবং ভিআরসহ বিভিন্ন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি সরাসরিভাবে নিউ মিডিয়ার সম্প্রচারে ব্যবহার করা হয়।

পরিসংখ্যানে আরো দেখা যায়, এই গালা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারকালে বসন্ত উত্সবের গালা অনুষ্ঠান-সংক্রান্ত ইন্টারনেটে সংশ্লিষ্ট মন্তব্য ৯৪.৭ লাখে দাঁড়ায় এবং সেই রাতের সবচেয়ে জনপ্রিয় বিষয় হয়ে ওঠে। বসন্ত উত্সব প্রসঙ্গে সংশ্লিষ্ট মন্তব্যের মধ্যে ইতিবাচক হার ৯৬.৯৮ শতাংশ। তা ছাড়া, চলতি বছরের এ গালা অনুষ্ঠান চলাকালে দর্শকদের অংশগ্রহণের হারও ইতিহাসের সর্বোচ্চ মানে পৌঁছায় বলে পরিসংখ্যান থেকে জানা যায়।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040