কায়রোতে সালাদিন দুর্গ আলোকিত করা চীনা ও মিশরীয় অতিথিদের চীনা নববর্ষ উদযাপন
  2019-02-05 17:17:50  cri

গত ২৮ শে জানুয়ারি সন্ধ্যায়, মিশরের রাজধানী কায়রোতে "চীন রেড" আবারো আলোকিত হয়ে ওঠে। কায়রোর ল্যান্ডমার্ক বিল্ডিংয়ের দেয়ালের নিচে লাল আলোয় চীনা ও মিশরীয় অতিথিরা আসন্ন চীনা চান্দ্র নববর্ষকে স্বাগত জানায়। সালাদিন দুর্গ কায়রোর পূর্ব উপকূলের একটি পাহাড়ে অবস্থিত। ২২ শতাব্দীতে, ক্রুসেডারদের আক্রমণ প্রতিরোধের জন্য, আরবের জাতীয় বীর সালাদিন ভবনটি নির্মাণ করেন। এটি কায়রোর একটি ঐতিহ্যবাহী ল্যান্ডমার্ক। এদিন সন্ধ্যায় মিশরীয় পর্যটনমন্ত্রী রানি মারথা, মিশরে চীনা দূতাবাসের রাষ্ট্রদূত লিউ ইংফেনং, মিসরের চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর এবং কায়রো চীনা সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক শি উইউয়েন একশ জনেরও বেশি চীনা ও মিশরীয় অতিথির সঙ্গে, চ্যাডিয়েন্ট "চীনা রেড" লাইটের অধীনে সালাদিন কাসল চীনা চান্দ্রবর্ষকে স্বাগত জানান।

কাসলে ১০ সেকেন্ডের গণনা শেষে, সালাদিন কাসলে একটি উত্সাহী, উষ্ণ লাল রং দ্বারা ঘেরাও করা হয়। চীনা চান্দ্র নববর্ষকে স্বাগত জানানোর জন্য চীন ও মিশরের সংগীতশিল্পীরা একটি সুখী সময় পালন করেন।

মিশরীয় পর্যটনমন্ত্রী রনিয়া মার্সাত তার ভাষণে বলেন যে ২০১৮ সালে মিশর ও চীনের ব্যাপক সহযোগিতা হয়েছে এবং তা ফলপ্রসূ হয়েছে। "চীন রেড" সালাদিন কাসলকে আলোকিত করে, যা নতুন বছর মিশর ও চীনের আরও বেশি উন্নয়নের ইঙ্গিত দেয়।

"গত কয়েক দশকে চীনা নববর্ষ নিয়ে মিশরে একটি নতুন ঐতিহ্য হয়ে উঠেছে। মিশর ও চীনের দু'টি প্রাচীন সভ্যতার বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। নতুন বছরে আমরা সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে আরও অর্জন করবো।"

মিশরে চীনের দূতাবাসের রাষ্ট্রদূত লিউ ইয়ংফং মিশরীয় অতিথিদের লাল রঙের সুন্দর অর্থ ব্যাখ্যা করেন:

"ঐতিহ্যগত চীনা সংস্কৃতিতে, লাল অর্থ দীর্ঘস্থায়ী, শুভ এবং সমৃদ্ধি। এই সুন্দর বিষয়টি চীনা ও মিশরীয় জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের প্রকৃত ইমেজ।"

"হ্যাপি চাইনিজ নিউ ইয়ার" সাংস্কৃতিক বিনিময় সিরিজটি চীনা সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি প্ল্যাটর্ফম। এর উদ্দেশ্য হলো সমস্ত চীনা জনগণের সঙ্গে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি উপভোগ করা।

চীনা সংস্কৃতি নিয়ে উত্সাহী ডাঃ নাসের বলেন, "চীন রেড" সালাদিন কাসল আলোকিত করা মিশরীয়দের কাছে একটি চিত্তাকর্ষক চীনা রঙ তুলে ধরে। সুদৃঢ় ও আকর্ষণীয় চীনা সাংস্কৃতিক প্রথা ধীরে ধীরে মিশরীয় মানুষের অন্তরে প্রবেশ করেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040