অবাধ বাণিজ্য নিয়ে জাপান-জার্মানি চুক্তি স্বাক্ষর
  2019-02-05 17:06:48  cri
ফেব্রুয়ারি ৫: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল (সোমবার) তাঁর সরকারি বাসভবনে সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সাক্ষাত্ করেন। এসময় তাঁরা দু'দেশের মধ্যকার অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন।

সাক্ষাতের পর এক সাংবাদিক সম্মেলনে শিনজো আবে বলেন, জাপান-জার্মানি ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যাবে, যৌথভাবে অবাধ ও উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা রক্ষা ও জোরদার করবে।

জাপান-ইইউ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ)-র পর জাপান সফরের প্রথম ইউরোপীয় নেতা হিসেবে, শিনজো আবে মার্কেলের সঙ্গে আরো জার্মানি-জাপান অর্থনৈতিক সম্পর্ক গভীর করা নিয়ে আলোচনা করেন এবং ব্রিটেনের 'ব্রেক্সিট' সহ বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

তাছাড়া দু'পক্ষ জুন মাসে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি ওসাকা শীর্ষসম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করে। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040