চীনের চান্দ্র নববর্ষে উপলক্ষ্যে বিদেশি নেতৃবৃন্দের শুভেচ্ছা
  2019-02-05 16:29:46  cri
ফেব্রুয়ারি ৫: চীনের চান্দ্র নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ বিভিন্ন উপায়ে চীন সরকার, জনগণ, চীনা বংশোদ্ভূত বিদেশি ও প্রবাসী চীনাদেরকে উত্সবের শুভেচ্ছা জানান এবং চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিও টাওয়ারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চীনা ভাষায় সবাইকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি চীনের মিডিয়ার মাধ্যমে চীন সরকার ও জনগণকে উত্সবের শুভেচ্ছা জানান। বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা অব্যাহতভাবে দু'দেশের সমৃদ্ধি ও অঞ্চলের শান্তির জন্য অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এক শুভেচ্ছা-বার্তায় বলেন, চীনের চান্দ্র নববর্ষ উপলক্ষ্যে তিনি আফগান জনগণের প্রতিনিধি হিসেবে চীনা জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। দীর্ঘকাল ধরে আফগানিস্তানকে সাহায্য করায় চীনকে ধন্যবাদ জানান তিনি। কাবুল বেইজিংয়ের সঙ্গে দু'দেশের বন্ধুত্ব গভীরতর করতে যথাসাধ্য প্রচেষ্টা চালাতে ইচ্ছুক বলেও বার্তায় উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা-বার্তায় চীন সরকার ও জনগণকে সবচেয়ে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সুসম্পর্ক দীর্ঘদিনের। দু'দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা, সাংস্কৃতিক বিনিময় ও ঐতিহাসিক বন্ধুত্ব দু'দেশের সম্পর্কের বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

নতুন বছরে বন্ধুত্বপূর্ণ চীনা জনগণের শান্তি, উন্নতি এবং সমৃদ্ধি কামনা করেন তিনি। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040