বিজ্ঞান ও প্রযুক্তি চীনের চান্দ্র নববর্ষের নতুন উপাদান
  2019-02-05 15:50:46  cri
ফেব্রুয়ারি ৫: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র উদ্যোগে নির্মিত ২০১৯ সালের বসন্ত উত্সবের গালা অনুষ্ঠানে 'প্ল্যাটফর্ম' নামে এক নাটকে চীনের চার জোড়া দম্পতির বাসায় বসন্ত উত্সব কাটানোর গল্প তুলে ধরা হয়। এতে বাসা, মমতার বন্ধন ও ভালোবাসা ফুটে ওঠে। তাদের রেলগাড়ি দিয়ে বাসায় যাওয়ার গল্প দর্শকদের মনে গভীর দাগ কেটে।

চায়না রেলওয়ে (সিআর)-এর এক রিপোর্ট থেকে অনুমাণ করা হয়, ৪০ দিনব্যাপী বসন্ত উত্সবের যাতায়াত চলাকালে রেলগাড়িতে ৪১.৩ কোটি যাত্রী যাতায়াত করে এবং এই সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৮.৩ শতাংশ বেশি। ঘন্টায় ৩৫০ কিলোমিটারের সিআর ট্রেন প্রথমবারের মতো ব্যাপকভাবে বসন্ত উত্সবের যাতায়াতে ব্যবহার করা হয়।

সিআর ট্রেন ব্যাপকভাবে বসন্ত উত্সবের যাতায়াতের চাপ প্রশমন করা ছাড়াও, জনগণের যাত্রার পরিবেশও উন্নয়ন করেছে। আরো আরামদায়ক আসন এবং আরো স্বল্প সময়ে পর্যটকদের চাহিদা আরো ভালোভাবে পূরণ করতে সক্ষম।

'সুযোগ-সুবিধা' হলো সাম্প্রতিক বছরগুলোতে চীনের চান্দ্র নববর্ষের একটি বৈশিষ্ট্য। দ্রুতগতির ট্রেন ছাড়াও, উন্নত ই-কমার্স এবং শক্তিশালী এক্সপ্রেস নেটওয়ার্ক জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে।

চীনাদের কাছে এসব সুপরিচিত পরিবর্তন চীনের সংস্কার ও উন্মুক্তকরণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র সম্পাদকীয়তা মনে করা হয়।

সংস্কার উন্মুক্ততার জন্য ভিত্তি স্থাপন করেছে। উন্মুক্ততার ফলে সংস্কার চীনা জনগণের জীবনের পরিবর্তনকে এগিয়ে নিয়ে গেছে।

'মেইড ইন চায়না' এখন বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের দ্রব্যও চীনের বাজারে প্রবেশ করেছে। বিশ্বের কারখানা থেকে বিশ্বের বৃহত্তম বাজারে পরিণত হয়েছে চীন। বিশ্বের নতুন দ্রব্য ও সেবা চীনে প্রবেশের পর চীনা কোম্পানির ওপর চাপ তৈরি হতে পারে। তবে উন্মুক্ততা নতুন প্রতিদ্বন্দ্বিতা বয়ে আনা ছাড়াও, চীনের উন্নয়নকে বেগবান করতে সক্ষম বলে সিআরআইয়ের সম্পাদকীয়তে মনে করা হয়।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040