নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের উন্মুক্ত বিতর্কে চীনা প্রতিনিধির অংশগ্রহণ
  2019-02-05 15:16:18  cri
ফেব্রুয়ারি ৫: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি ও জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি মা চাও সুই গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক উন্মুক্ত বিতর্কে অংশ নেন।

এদিন নিরাপত্তা পরিষদের আয়োজিত 'ভাড়াটে সৈন্যদের অভিযান হলো আফ্রিকান অনিরাপত্তা ও অস্থিতিশীলতার মূল কারণ' শিরোনামে উন্মুক্ত বিতর্কে মা চাও সুই বলেন, ভাড়াটে সৈন্যদের অভিযান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় হুমকি সৃষ্টি করেছে এবং উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে আফ্রিকান দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে। আন্তর্জাতিক সমাজের এর ওপর উচ্চ পর্যায়ের গুরুত্ব দেওয়া উচিত্ বলে তিনি জোর দিয়ে বলেন। তিনি বলেন, ভাড়াটে সৈন্যদের অভিযান জাতিসংঘ সনদের লক্ষ্য ও নিয়মের লঙ্ঘন। তাদের অভিযান আফ্রিকাসহ উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং এসব দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করেছে। চীন এ ঘটনার দৃঢ় বিরোধিতা করে।

ভাড়াটে সৈন্যদের অভিযানের হুমকি দূর করতে আফ্রিকান দেশগুলোকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সমাজের আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা উচিত্ বলে চীনা প্রতিনিধি উল্লেখ করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040