দর্শকদের মুখে চীনের বসন্ত উত্সবের 'গালা অনুষ্ঠান'রনতুন বিষয়ের প্রশংসা
  2019-02-05 15:06:29  cri

ফেব্রুয়ারি ৫: চীনের এবারের বসন্ত উত্সবের 'গালা অনুষ্ঠান'র মধ্য দিয়ে বিশ্বের দর্শকদের সঙ্গে চীনের নতুন চান্দ্র নববর্ষকে স্বাগত জানানো হয়। চীনের বিভিন্ন জায়গার দর্শকেরা টেলিভিশন, কম্পিউটার ও সেলফোনে এ অনুষ্ঠান উপভোগের সঙ্গে সঙ্গে চান্দ্র নববর্ষের আগের দিন রাতের ডিনার খেয়ে থাকেন। দর্শকেরা ২০১৯ সালের বসন্ত উত্সবের নতুন বিষয়ের ব্যাপক প্রশংসা করেন।

'নতুন যুগের চেষ্টা, সুখী বছর উদযাপন' শিরোনামে ২০১৯ সালের গালা অনুষ্ঠানটি নাচগান, জাদু, অ্যাক্রোবেটিক্স, নাটক ও উশুসহ বৈচিত্র্যময় অনুষ্ঠান নিয়ে গঠিত। এই মঞ্চে ঐতিহ্যবাহী শিল্প এবং আন্তর্জাতিক উপাদানের সংমিশ্রণ ঘটানো হয়। নবীন ও প্রবীণ শিল্পী এবং তারকারা একসঙ্গে পরিবেশনা উপস্থাপন করেন।

এক বছরের মধ্যে দেশের উন্নয়ন ও পরিবর্তন, সাধারণ লোকের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও ভবিষ্যতের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষা বিভিন্ন ধরনের শৈল্পিক উপায়ে গালার মঞ্চে ফুটে ওঠে।

২০১৯ সালের বসন্ত উত্সবের চার ঘণ্টারও বেশি সময়ব্যাপী গালা অনুষ্ঠানটি হলো চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম বসন্ত উত্সব গালা। এতে অনেক উচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়। চীনা জনগণের কাছে এ গালা অনুষ্ঠানটি বসন্ত উত্সবের অপরিহার্য একটি অংশ বলে মনে করা হয়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040