চীনের চান্দ্র নববর্ষকে স্বাগত জানাতে বিশ্বের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান আয়োজন
  2019-02-04 16:47:29  cri
ফেব্রুয়ারি ৪: চীনের বসন্ত উত্সবের সাত দিনের ছুটি আজ (সোমবার) থেকে শুরু হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার প্রকাশিত রিপোর্ট থেকে ধারণা করা হয় যে, ২০১৯ সালের বসন্ত উত্সবের ছুটির সময় ৪০ কোটিরও বেশি লোক ভ্রমণ করবেন, তাদের মধ্যে চীনের মূলভূভাগের বাইরে ভ্রমণ করবেন ৭০ লাখ লোক। তাই চীনের বসন্ত উত্সব উদযাপন করতে বিশ্বের বিভিন্ন জায়গায় নানা ধরনের উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

হংকং-চুহাই-ম্যাকাও সেতুতে বসন্ত উত্সব উপলক্ষ্যে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে জনগণের যাতায়াতের চাহিদা পূরণ করা যায়।

চীনের ম্যাকাওতে ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার নাগরিকদের জন্য বসন্ত উত্সবের বাজার স্থাপন করে। সেখান থেকে লোকজন নানা উপহার, ফুল ও খাদ্য কেনেন।

থাইল্যান্ড চীনা পর্যটকদের আকৃষ্ট করতে অব্যাহতভাবে বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা চালু করেছে। ব্যাংককের নানা শপিংমলে বসন্ত উত্সব উদযাপনের নানা শ্লোগান ঝুলানো হয়েছে।

চীনা পর্যটকদের স্বাগত জানাতে জাপান নানা সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে। প্রায় প্রতিটি শপিংমলে চীনা পরিবেশক রাখা হয়েছে। চীনা পর্যটকেরা কেনাকাটার সময় সেখানে চীনা ভাষা ব্যবহার করতে পারেন। এছাড়া, সেখানে বড় বড় শপিংমলে 'আলিপে' বা 'উইচ্যাট পে' ব্যবহার করা যায়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040