তালিবান প্রস্তাবিত আফগান সেনাবাহিনী ভেঙে দেওয়ার পরিকল্পনায় প্রেসিডেন্ট ঘানির নিন্দা প্রকাশ
  2019-02-04 15:49:14  cri
ফেব্রুয়ারি ৪: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি গতকাল (রোববার) বলেছেন, তালিবান প্রস্তাবিত শান্তি চুক্তিতে পৌঁছানোর পর আফগান জাতীয় সেনাবাহিনী ভেঙে দেওয়ার পরিকল্পনা হলো সরকারি নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে একটি চক্রান্ত। এতে তীব্র নিন্দা জানান তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তালিবান দলের প্রতিনিধি শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছেন, বর্তমান আফগান বাহিনী অবৈধ। এ বাহিনী যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রতিষ্ঠিত। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করলে 'আফগানিস্তানের সেনাবাহিনী দরকার হবে না'।

ঘানি বলেন, তালিবান প্রস্তাবিত পরিকল্পনা একটি চক্রান্ত। এর লক্ষ্য হলো আফগান জাতীয় নিরাপত্তা এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে ভেঙে দেওয়া। আফগান প্রেসিডেন্ট ভবনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, "নিরাপত্তা বা প্রতিরক্ষাশক্তি সুরক্ষা না থাকার চুক্তি" গ্রহণ করবে না আফগান সরকার। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040