চীনের বসন্ত উত্সব ও 'দুই অধিবেশন' চলাকালে বাজারের সরবরাহ নিশ্চিত ও দাম স্থিতিশীল করার অনুরোধ
  2019-02-04 14:15:28  cri
ফেব্রুয়ারি : সম্প্রতি চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের প্রকাশিত এক ইশতাহারে ২০১৯ সালের বসন্ত উত্সব এবং 'দুই অধিবেশন' চলাকালে বাজারের সরবরাহ সুনিশ্চিত করা এবং দাম স্থিতিশীল করে তোলার জন্য বিভিন্ন জায়গার সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ইশতাহারে বলা হয়, গুরুত্বপূর্ণ পণ্যের বাজার, দামের স্থিতিশীলতা ও জনগণের মৌলিক জীবন বজায় রাখা এবং বিভিন্ন জাতির জনগণের আনন্দময় ও শান্তিপূর্ণ এক উত্সব ও 'দুই অধিবেশন' আয়োজনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা উচিত্।

দুর্যোগপূর্ণ আবহাওয়া বা আকস্মিক ঘটনা ঘটলে সর্বপ্রথম জরুরি ভিত্তিতে দামের তত্বাবধান জারি করা উচিত্ বলে ইশতাহারে জোর দিয়ে বলা হয়। প্রয়োজন হলে সময়মতো সংশ্লিষ্ট ভর্তুকি দেওয়া উচিত্ বলে ইশতাহারে অনুরোধও করা হয়।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040