চীনের বিভিন্ন জাতির জনগণকে প্রেসিডেন্ট সি'র বসন্ত উত্সবের শুভেচ্ছা
  2019-02-03 18:56:32  cri

ফেব্রুয়ারি ৩: আজ (রোববার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে ২০১৯ সালের বসন্ত উত্সবের প্রীতিসম্মেলন আয়োজন করা হয়।

সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এতে ভাষণ দেন এবং চীনের বিভিন্ন জাতির জনগণ, হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্বদেশবাসী, তাইওয়ানবাসী এবং প্রবাসী চীনাদেরকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।

ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, গত বছর চীনারা সামনে এগিয়ে যাওয়ার পথে কঠোর পরিশ্রম করেছেন। আমাদের বিসর্জন আছে, প্রাপ্তিও আছে। পার্টি ও দেশের উন্নয়নের সব সাফল্য জনগণের ওপর নির্ভর করে থাকে বলে ভাষণে তিনি জোর দিয়ে বলেন।

২০১৯ সালের উন্নয়ন প্রসঙ্গে প্রেসিডেন্ট সি বলেন, অর্থনীতির স্থায়ী ও সুষ্ঠু উন্নয়ন এবং সমাজের স্থিতিশীলতা সুনিশ্চিত করা এবং জনগণের কল্যাণ বাড়াতে হবে।

ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, সুপ্রাচীনকাল থেকে চীন বয়স্কদেরকে যত্ন নেওয়ার পক্ষপাতী। এখন চীনে বৃদ্ধদের সংখ্যা বাড়ছে। তাই পেনশন ব্যাপকভাবে উন্নয়ন করা এবং অবসর সময় ভালোভাবে জীবন কাটাতে দেওয়া উচিত্ বলে তিনি জোর দিয়ে বলেন।

ভাষণ শেষে প্রেসিডেন্ট সি বলেন, পার্টি, বাহিনী এবং বিভিন্ন জাতির জনগণ সিপিসি'র দৃঢ় নেতৃত্বে পরিশ্রম করে চীনা জনগণের সুন্দর জীবন ও চীনা জাতির সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবে এবং অব্যাহতভাবে বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করবে।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040