জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে ইচ্চুক চীন: ওয়াং ই
  2019-02-03 14:51:13  cri

ফেব্রুয়ারি ২: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শনিবার) বেইজিংয়ে সফররত জাপানি উপপররাষ্ট্রমন্ত্রী তাকেও মোরির সঙ্গে সাক্ষাতে বলেন, তাঁর দেশ জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে চায়।

সাক্ষাতে ওয়াং ই বলেন, ২০১৯ সাল দু'দেশের জন্য গুরুত্বপূর্ণ বছর। গত বছর দু'দেশের শীর্ষ নেতাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয় এবং সেসব বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে সঠিক পথে আনার সুযোগ সৃষ্টি করে। এখন দু'পক্ষের উচিত 'চারটি রাজনৈতিক দলিল'-এর ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন প্রাণশক্তি যোগানো। বর্তমান অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতিতে দু'দেশের সম্পর্ক স্থিতিশীল থাকলে, আঞ্চলিক বা আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা চালানো সহজতর হবে।

জবাবে তাকেও মোরি বলেন, জাপান দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের চলমান প্রবণতাকে মূল্য দেয়। চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালিয়ে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অবদান রাখতে ইচ্ছুক তাঁর দেশ।

উল্লেখ্য, মোরি চীন-জাপান নিরাপত্তা সংলাপে অংশগ্রহণ করতে চীন সফরে আসেন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040