'মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি' নিয়ে রুশ-মার্কিন আলোচনার আহ্বান জার্মানি ও ফ্রান্সের
  2019-02-03 14:47:36  cri

ফেব্রুয়ারি ২: মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে রুশ-মার্কিন আলোচনার আহ্বান জানিয়েছে জার্মানি ও ফ্রান্স। মার্কিন সরকার গত পয়লা ফেব্রুয়ারি এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর, এ আহ্বান জানালো যুক্তরাষ্ট্রের মিত্র এই দুই দেশ। তবে ন্যাটো চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার মার্কিন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় পয়লা ফেব্রুয়ারি রাতে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে। বিবৃতিতে ইউরোপ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে বর্তমান সামরিক অস্ত্র ও পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোতে থাকার আহ্বানও জানানো হয়। যুক্তরাষ্ট্র আগামী ছয় মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করে ফ্রান্স।

একই দিন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানান, আগামী ছয় মাসে রাশিয়ার সঙ্গে সংলাপ চালাবে জার্মানি। তিনি মনে করেন, সবসময় সংলাপের সুযোগ থাকা উচিত।

এদিকে, দোসরা ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনও এ চুক্তি আর অনুসরণ না-করার ঘোষণা দিয়েছেন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040