বেইজিং-২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের খোঁজখবর নিলেন প্রেসিডেন্ট সি
  2019-02-02 16:57:34  cri
ফেব্রুয়ারি ২: গতকাল (শুক্রবার) বিকেলে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও চীনের কেন্দ্রীয় সামরিক কমিটির চেয়ারম্যান সি চিন পিং বেইজিংয়ের শি চিং শান জেলায় অবস্থিত বেইজিং-২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের প্রদর্শনী কেন্দ্র, অফিস এলাকা ও জাতীয় শীতকালীন ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের খোঁজখবর নেন এবং অলিম্পিক গেমসের এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগাতে ক্রীড়ামোদীদের উত্সাহিত করেন।

উল্লেখ্য, পরিকল্পনা অনুযায়ী বেইজিং-২০২২ শীতকালীন অলিম্পিক গেমসে বেইজিং, বেইজিংয়ের উপকণ্ঠ ইয়েন ছিং জেলা ও হো বেই প্রদেশের চাং চিয়া খৌয়ের ২৪টি স্টেডিয়াম ব্যবহার করা হবে। বর্তমানে গেমসের জন্য নতুন স্টেডিয়াম নির্মাণ কাজ চলছে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040