'মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি' থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা যুক্তরাষ্ট্রের
  2019-02-02 11:19:04  cri

ফেব্রুয়ারি ২: আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে 'মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি' থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (শুক্রবার) ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দেন।

মাইক পম্পেও বলেন, রাশিয়া দীর্ঘদিন ধরে 'মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি' লংঘন করে আসছে। তাই, যুক্তরাষ্ট্র অবশেষে এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি আশা করেন, রাশিয়া এ চুক্তি মেনে চলবে এবং আগামী ৬ মাসের মধ্যে এ বিষয়ে দু'দেশের মধ্যে আলোচনা হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিন প্রকাশিত এক বিবৃতিতে বলেন, অনেক দিন ধরে রাশিয়া গোপনে চুক্তিতে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র মোতায়েন ও এ নিয়ে গবেষণা করে আসছে। যুক্তরাষ্ট্র তার পাল্টা জবাব দিল।

উল্লেখ্য, রাশিয়া বরাবরই মার্কিন অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়া গত ২৩ জানুয়ারি ৯এম৭২৯ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। কিন্তু এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৮০ কিলোমিটার। এ পাল্লার ক্ষেপণাস্ত্রের উত্পাদন ও মোতায়েন আলোচ্য চুক্তিতে নিষিদ্ধ করা হয়নি। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040