'সমরসজ্জা নিয়ন্ত্রণসহ নানা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতিবাচক তত্পরতার বিরোধিতা করে রাশিয়া'
  2019-02-02 10:13:29  cri

ফেব্রুয়ারি ২: সমরসজ্জা নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ, এবং পারমাণবিক অস্ত্রের অবিস্তারসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতিবাচক তত্পরতার বিরোধিতা করে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষামূলক চুক্তি থেকে বেরিয়ে এসেছে, জীবাণুঅস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি জোরদারের প্রচেষ্টা বানচাল করেছে, এবং ইরান পরমাণু চুক্তি থেকে সরে এসেছে। যুক্তরাষ্ট্রের এহেন আচরণে রাশিয়া উদ্বিগ্ন।

বিবৃতিতে আরও বলা হয়, সমরসজ্জা নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ, এবং পারমাণবিক অস্ত্রের অবিস্তার বিষয়ে রাশিয়া বরাবরই দায়িত্বশীল আচরণ করে এসেছে। এ-ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে উত্থাপিত মার্কিন অভিযোগগুলো ভিত্তিহীন। এ অবস্থায়, রাশিয়া সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা ঘনিষ্ঠতর করে, কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করতে ইচ্ছুক। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040