চীন-জাপান নিয়মিত কূটনৈতিক আলোচনা ও নিরাপত্তাসংলাপ অনুষ্ঠিত
  2019-02-02 10:12:50  cri

ফেব্রুয়রি ২: গতকাল (শুক্রবার) বেইজিংয়ে চীন-জাপান নিয়মিত কূটনৈতিক আলোচনা ও নতুন দফা নিরাপত্তাসংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অংশ নেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী খং সুয়ান ইউ ও জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাকিও মোরি।

সংলাপে দু'পক্ষ স্বীকার করে যে, যৌথ প্রচেষ্টায় চীন-জাপান সম্পর্ক পুনরায় সঠিক পথে ফিরে এসেছে এবং ওসব প্রচেষ্টায় নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। এই প্রেক্ষাপটে, চলতি বছর চীন-জাপান সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ এবং দু'পক্ষের উচিত, চারটি রাজনৈতিক দলিলের ভিত্তিতে, দু'দেশের নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন ভবিষ্যতের সূচনা করা।

সংলাপে দু'পক্ষ নিজ নিজ দেশের উন্নয়নকৌশল ও নিরাপত্তানীতিও তুলে ধরে এবং অভিন্ন স্বার্থের সংশ্লিষ্ট বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করে। দু'পক্ষ জোর দিয়ে বলে, এতদাঞ্চল ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীন ও জাপানের দায়িত্ব আছে এবং দু'দেশেরই উচিত শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকা। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040