কফিহাউসের আড্ডা: চীনে কেন হঠাত্ করে বলিউড চলচ্চিত্র জনপ্রিয় হয়ে উঠেছে?
  2019-02-01 16:13:02  cri


জীবন চলার পথে 'কত স্বপ্নের রোদ ওঠে, আর কত স্বপ্ন মেঘে ঢেকে যায়! কতজন এলো-গেলো কতজনই আসবে- কফিহাউসটা শুধু থেকে যায়।' প্রিয় বন্ধুরা, কফিহাউসও থাকবে আর এই ২০ মিনিট আমি আছি আপনাদের সঙ্গে। শেয়ার করবো জীবনের অনেক কথা।

সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক 'কফিহাউসের আড্ডা' অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ সপ্তাহে আড্ডার বিষয় হচ্ছে: চীনে কেন হঠাত্ করে বলিউড চলচ্চিত্র জনপ্রিয় হয়ে উঠেছে । আজকের আড্ডায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন জুয়েল হাবিব, তিনি বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ড্রামা ডিরেকশন বিষয় নিয়ে স্নাতকোত্তর করেছেন। এরপর চীনের পেইচিংয়ে ফিল্ম একাডেমী থেকে ফিল্ম ডিরেকশন বিষয়ে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি চীনের চেচিয়াং কমিউনিকেশন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040