সুরের ধারায়: জাং লিয়াং ইং এবং তার গান
  2019-02-01 16:08:43  cri


প্রিয় শ্রোতা, আশা করি ভাল আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সঙ্গীত কোনো দেশের সীমানা মানে না। আপনি কি এখন গাড়ি চালাচ্ছেন, নাকি বাসার কোনো কাজ করছেন? আপনি এখন একা, নাকি সাথে সঙ্গী আছে? আপনার মন আজকে বেইজিংয়ের শরত্কালের নীল আকাশের মতো স্বচ্ছ, নাকি ঢাকার কালবৈশাখী সময়ের মতো মেঘলা? যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আসুন সঙ্গীত উপভোগ করি। সঙ্গীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। কী বলেন?

(গান ১,নুই আর কুও)

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে গায়িকা ওয়াং লিয়াং ইংয়ের কয়েকটি গান শোনাবো। তিনি ২০০৫ সালে 'সুপার গার্ল' গান প্রতিযোগিতায় তৃতীয় স্থান পান। এরপর থেকে প্রতিবছর তাঁর কয়েকটি নতুন গান বের হতে থাকে। ২০১৫ সালে তিনি হলিউডের চলচ্চিত্র 'টার্মিনেটর'-এর জন্য থিম সং 'ফাইটিং শেডোলস' গেয়েছেন। এভাবে আস্তে আস্তে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। প্রথমে শুনুন জাং লিয়াং ইংয়ের গান 'নুই আর কুও' গানটি। এ গানটি বৌদ্ধ পন্ডিত হিউয়ান সাংয়ের নিয়ে নির্মিত 'পশ্চিত যাত্রা' শীর্ষক চলচ্চিত্রের একটি গান। গানে বলা হয়েছে: পৃথিবীতে এমন উপায় আছে কি, যাতে ধর্মচর্চা করার পাশাপাশি তোমাকে নিরাশও করতে হবে না? প্রেমের চিন্তা মনে থাকলে ধর্মচর্চার ক্ষতি হয়। আমি ধর্মতাপসী, পশ্চিম যাত্রা শুরু করি আসল বৌদ্ধ তত্ত্ব পাওয়ার জন্য। কিন্তু সুন্দর তোমাকে দেখে এসব কথা ভুলে যাই। কিসের ক্ষমতা-সম্পদ, কিসের নিয়ম-কানুন! এসব উপেক্ষা করে আমাকে নিয়ে যাও।

(গান ২,চিউ সুয়ান)

এখন আরেকটি গান শুনুন। গানের নাম 'চিউ সুয়ান' বা যদিও। গানে বলা হয়েছে: যদি ব্যর্থতার কথা আগে থেকেই জানতাম, তারপরও সামনে এগুতাম। যদি আগে থেকে জানতাম মনে আঘাত পাবো, তারপরও তোমার প্রেমে পড়া নিয়ে দুঃখ পেতাম না। কানের কাছে এখনো সে প্রতিশ্রুতির কথা রইলো। নীরবের ছায়া, কোনো কথা বলে না। ঠান্ডা রাতে এখনো অপেক্ষা করছো? দরকার আছে?

(গান ৩,ওয়া পু জাই)

এখন শুনুন গান 'ওয়া পু জাই'। গানে বলা হয়েছে: আগে ভালবাসা ও ভবিষ্যত নিয়ে আমার অনেক প্রত্যাশা ছিলো। তারপর আঘাত পেয়ে বুঝলাম, জীবনে অনেক ভুল ধারণা ছিল। আগে কল্পনা করতাম, এমন একজন আসবে আমার জীবনে, যাতে আমার এ জীবন খুব সুন্দর হবে। কিন্তু একাকীর অনুভূতি পেয়ে বুঝলাম, এমন কেউ নেই। আমার পৃথিবী আমার একার মঞ্চ। পড়লে নিজেকেই উঠে দাঁড়াতে হবে। আমি আর অন্য মানুষের সাহায্যের জন্য অপেক্ষা করি না। আমি আর সেই লাজুক মেয়ে নই। জীবনের উত্থান-পতন নিয়ে আমার আর ভয় নেই। এসব অলীক প্রত্যাশা আর নেই। আমি আর স্মৃতির কথা ভাবি না। আমি আগামীকালের জন্য চিন্তা করি। স্বপ্নের ওপরে নির্ভর করে সবাই বেঁচে থাকতে পারে। আমি আর সেই স্বপ্নময় ভালবাসার জন্য অপেক্ষা করবো না। সব প্রশ্নের উত্তর আমি নিজেই খুঁজবো। আমি আর নিজের সিদ্ধান্তের জন্য দুঃখ পাই না। জীবনে আর কতো কষ্ট আসবে, আসুক। আমি লুকিয়ে থাকবো না, আমি আছি।

(গান ৪,ওয়া আই নি)

এখন শুনুন গান 'ওয়া আই নি সান ক্য জি নেং তাও কুও লাই'। গানে বলা হয়েছে: এক মুহূর্তে সিদ্ধান্ত নিলাম তোমার মতো মানুষ হবো। কে আসবে কে জানে! যত কাছে তত আঘাত। আমি আশা করেছিলাম, আমার তোমাকে ভালবাসার পরিবর্তে তুমি আমাকে ভালবাসবে। অন্য মানুষের সমালোচনা কিছু না। তাদের চেয়ে আমি অনেক ভাল বুঝি তোমাকে।

(গান ৫, ওয়া ত্য মেং )

এখন শুনুন আরেকটি গান 'ওয়া ত্য মেং' বা ড্রিম ইট পোসাপল।

(গান ৬,জুং ইয়ু তেং তাও নি)

'জুং ইয়ু তেং তাও নি' গানে বলা হয়েছে: এমন বয়স আসলে তুমি বুঝবে একা একা থাকার সময় খুব কঠিন। সময়ও তোমার গর্বিত মন'কে আঘাত দিচ্ছে। এমন চৌরাস্তা পার হলে তুমি বুঝবে, সারারাত তোমার সাথে আড্ডা দেওয়ার বন্ধু কমে যাবে। একাকী জীবন নিয়ে ক্লান্ত হলে একজন মানুষের সঙ্গে জীবন কাটতে চাইবে। জীবনে আমার সঙ্গে সময় কাটানোর লোক কয় জন আছে? সারা জীবন কাটানোর মানুষ আরো কম। ভালবাসা ততো রোমাঞ্চকর আর গুরুত্বপূর্ণ নয়। সাধারণ জীবনে ভালবাসার স্বাদ পেতে চাই। অবশেষে তোমাকে পেলাম, ভাগ্যিস আমি ছেড়ে দিইনি। সুখ সহজেই আসে না, এর মূল্যায়ন করা উচিত। অবশেষে তোমাকে পেলাম, প্রায় তোমাকে হারিয়ে ফেলার পর। জীবনের সবচেয়ে সুন্দর সময় তোমার সঙ্গে দেখা হলো। জীবনে আমার আর দুঃখ নেই।

(গান ৭, শিন পু লিয়াও ছিং)

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আরেকটি গান শোনাবো। গানের নাম 'শিন পি লিয়াও ছিং'। গানে বলা হয়েছে: 'মন ক্লান্ত হয়েছে, অশ্রুও শুকিয়েছে। এমন ভালবাসা একবার পেলে জীবনে আর কোনো দুঃখ নেই। এ জীবনে যদি তোমার সঙ্গে থাকতে না পারি, তাহলে পরের জীবনেও তোমার সঙ্গে থাকতে চাই। একজন মানুষকে ভালবাসলে কীভাবে তার সঙ্গে সারা জীবন কাটানো যায়? কীভাবে এসব মোকাবেলা করতে হয়, আমি জানি না।

(স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040