অন্য দেশের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে উদার মনোভাব পোষণ করা উচিত যুক্তরাষ্ট্রেরঃ চীনা মুখপাত্র
  2019-02-01 15:52:30  cri

ফেব্রুয়ারি ১: সম্প্রতি একজন মার্কিন সিনেটর বলেন, চীনের কোনো কোনো বৈজ্ঞানিক শিল্পপ্রতিষ্ঠানের পদক্ষেপ উদ্বেগজনক এবং চীন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের প্রথম সারিতে দাঁড়াতে চায়। এ নিয়ে চীনের মুখপাত্র জানান, অন্য দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্রের আরো উদার মনোভাব পোষণ করা উচিত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলন বলেন, চীন স্বীকার করে যে যুক্তরাষ্ট্র বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। সঙ্গে সঙ্গে অন্য দেশের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্রের আরো উদার মনোভাব পোষণ করা উচিত। অন্য দেশের অগ্রগতি দেখতে না পারা এবং তা নিয়ে সমালোচনা চাপিয়ে দেওয়ার চেষ্টা ঠিক নয়।

চীনা মুখপাত্র আরো বলেন, চীনের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সারা দেশের জনগণের পরিশ্রম ও গবেষণার মাধ্যমে অর্জিত হয়েছে। প্রতিযোগিতা হচ্ছে বাজার অর্থনীতির একটি মৌলিক প্রতীক। যুক্তরাষ্ট্র নিজেই বাজার অর্থনীতির সমর্থক। তাহলে এ নিয়ম অনুযায়ী ব্যাপারটা দেখতে হবে।

তিনি আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দু'দেশের মধ্যে প্রতিযোগিতা করা খুব স্বাভাবিক। এ প্রতিযোগিতা ন্যায্য, বৈধ এবং নিয়মের কাঠামোতে থাকলে তা দু'দেশ তথা সারা বিশ্বের মানবজাতির উন্নয়নের জন্য অনুকূল হবে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040