দুঃখিত
  2019-02-01 14:06:47  cri



প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে একজন নারী কণ্ঠশিল্পীর গান শোনাতে চাই। তিনি হলেন স্যু মেই জিং। তিনি ১৯৭৪ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে 'মিস চীনা সিঙ্গাপুর' প্রতিযোগিতায় 'মিস বন্ধুত্ব' পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালে তিনি এক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। ১৯৯৪ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'দুঃখিত' নামের গান। গানটি ১৯৯৫ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যুয়ে মেই জিংয়ের কন্ঠে 'দুঃখিত' নামের গান। ১৯৯৭ সালে তিনি হংকংয়ে কাজ করা শুরু করেন। ২০০০ সালে তিনি সংগীতজগত ত্যাগ করে জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়েন। ২০০৬ সালে তিনি আবার সংগীতের জগতে ফিরে আসেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সূর্যালোক সবসময় বাতাস ও বৃষ্টির পর' নামের গান শোনাবো। গানটি ১৯৯৭ সালে রিলিজ হয়। গানটি হল চীনা জাতীয় নারী ভলিবল দলের থিম সং। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যুয়ে মেই জিংয়ের কন্ঠে 'সূর্যালোক সবসময় বাতাস ও বৃষ্টির পর' নামের গান। এখন আমি তার কণ্ঠে 'দু:খ' নামের গানটি শোনাবো। গানের কথা এমন: 'আর বলবে না যে, কার ভুলে সবকিছু ধূসর হয়েছে। যদি হৃদয়ে বোঝা থাকে, তাহলে আমরা ফিরে যেতে পারবো না। তুমি সবসময় স্মরণ করতে চাও। তোমার ভয় হয় আগের স্মৃতি হারিয়ে যাবে। তুমি সবসময় মনে করো যে, ভালোবাসা হবে এক সমৃদ্ধ জীবন। তুমি স্বপ্নে বিশ্বে ওড়ো, আমার নিজের দু:খ লাগে। তুমি কি দু:খ আস্বাদন করার পরই সত্য ভালোবাসার মূল্যায়ন করতে শিখবে!?'। আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন স্যুয়ে মেই জিংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে নারী কণ্ঠশিল্পী স্যু রু ইউন'র গান শোনাতে চাই। তার আসল নাম হল স্যু হং স্যিউ। তিনি ১৯৭৪ সালের ২০ সেপ্টেম্বরে চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তার কণ্ঠের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ১৯৯৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ১৬টি অ্যালবাম প্রকাশ করেছেন। ২০১৩ সালে তিনি দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে বিয়ে করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'লিঙ্ক স্বপ্ন' নামের গান শোনাবো। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু রু ইউন'র কন্ঠে 'লিঙ্ক স্বপ্ন' নামের গান। এখন আমি তার 'হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই' নামের গানটি শোনাতে চাই। 'হঠাতৎ তোমাকে ভালোবাসতে চাই' গানের কথা এমন: 'হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই এ অন্ধকার রাতে। তোমার পিঠের ওপর চোখ রাখলে আমার হৃদয় ছুঁয়ে যায়। হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই এ ভিড় জনতায়। তোমার পছন্দের গান গাইছি, তুমি আমার হৃদয় দখল করে আছো। আমি চরম পাগলামি করতে ভালোবাসি, হৃদয়ে ভালোবাসার অভাব। ভালোবাসার ঝড়ে ঘুড়ির মত পথ হারিয়ে গেছে। আমি এমনকি শ্বাস নিতে ভুলে গেছি। এখন তুমি আমাকে ভালোবাসার অনুভূতি জানিয়েছো'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন স্যু রু ইউন'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ছেন হাও দংয়ের কন্ঠে 'দুঃখ-পাখা' নামের গান শোনাবো। তিনি ১৯৯৫ সালের ২৪ অক্টোবরে চেচিয়াং প্রদেশের চুজি শহরে জন্মগ্রহণ করেন। তিনি এখনো চেচিয়াং কোমিউনিকেশন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। ২০১৪ সালে তিনি প্রথম ইপি প্রকাশ করেন। একই বছরে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তখন থেকে সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। আশা করি, বন্ধুরা তাঁর কন্ঠে 'দুঃখ-পাখা' নামের গান পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040