চীনের বৈদেশিক পুঁজি বিনিয়োগে কাঠামোগত সংস্কার অতি গুরুত্বপূর্ণ
  2019-02-01 11:00:22  cri
ফেব্রুয়ারি ১: সম্প্রতি '২০১৮ চীনের বৈদেশিক পুঁজি বিনিয়োগ উন্নয়ন' সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। তাতে বৈদেশিক পুঁজি বিনিয়োগের নতুন বৈশিষ্ট্য ও প্রাধান্য তুলে ধরা হয়েছে এবং বিশ্বের পুঁজি বিনিয়োগে চীনের ভূমিকা, চীনা শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে চীনের সরাসরি বৈদেশিক পুঁজি বিনিয়োগের পরিমাণ ১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৬ সালের তুলনায় ৩৩.৩ শতাংশেরও বেশি। ২০১৭ সালের শেষ নাগাদ বিদেশের ১৮৯টি দেশ ও অঞ্চলের মধ্যে সরাসরি পুঁজি বিনিয়োগ করা চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ৩৯ হাজার ২০০টিরও বেশি, এবং বিদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।

নি:সন্দেহে বৈদেশিক পুঁজি বিনিয়োগের শক্তিশালী দেশ চীন, তবে আন্তর্জাতিক বাণিজ্য সংরক্ষণবাদ ও চীন-মার্কিন বাণিজ্য মতভেদের প্রেক্ষাপটে পুঁজি বিনিয়োগের ঝুঁকি এড়ানো আর কাঠামোগত সংস্কার হবে এ কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়। এবার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১০ বছরে চীনের বৈদেশিক পুঁজি বিনিয়োগের কাঠামো উন্নত হয়েছে। শিল্প ও অঞ্চলসহ বিভিন্ন খাতে কাঠামো উন্নত হওয়ার কারণে পুঁজি বিনিয়োগকারী বড় দেশ থেকে শক্তিশালী দেশে পরিণত হয়েছে চীন।

'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশ ও অঞ্চল এমন পুঁজি বিনিয়োগের সহায়ক এলাকা। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এমন দেশ ও অঞ্চলে চীনের পুঁজি বিনিয়োগের পরিমাণ ৮২ বিলিয়ন মার্কিন ডলার এবং এতে জড়িত শিল্পও বহুমুখী।

একইদিন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পুঁজি বিনিয়োগের গন্তব্য দেশের পরিচয় থেকে বিভিন্ন দেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগে অর্থনৈতিক পরিস্থিতি, নীতিমালা ও ঝুঁকিসহ বিভিন্ন পরামর্শ পাওয়া যায়। এতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিদেশে পুঁজি বিনিয়োগে প্রস্তাব দেওয়া হয়। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040