বেইজিংয়ে কাতারের আমিরের সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠক
  2019-01-31 19:23:09  cri
জানুয়ারি ৩১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ের গণ মহাভবনে সফররত কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং ২০১৪ সালে চীন-কাতার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার কথা স্মরণ করে বলেন, দু'দেশের প্রচেষ্টায় তাদের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে, যা দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে।

সি চিন পিং আরও বলেন, চীন কাতারের সঙ্গে সহযোগিতা বাড়াতে ও পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করতে ইচ্ছুক। কাতার 'এক-চীননীতি' অনুসরণ করায় চীন তার প্রশংসা করে। দু'দেশ অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

জবাবে কাতারের আমির সি চিন পিং ও চীনা জনগণকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানিয়ে বলেন, কাতার ও চীন পরস্পরের কৌশলগত অংশীদার। দু'দেশের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতা দ্রুত বাড়ছে। চীনের সঙ্গে জ্বালানি, বিনিয়োগ, প্রযুক্তি ও অবকাঠামোসহ নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে চায় কাতার। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040