চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপক-উপস্থাপিকার নাম ঘোষণা
  2019-01-31 18:35:27  cri
জানুয়ারি ৩১: চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপক-উপস্থাপিকার নাম ঘোষণা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আসন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের ধারণাও দেওয়া হয়।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এ বছরের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠান খুব বৈচিত্র্যময় হবে; থাকবে সংগীত ও নৃত্য, ম্যাজিক ও অ্যাক্রোব্যাটিকস।

সাংবাদিক সম্মেলনে চায়না মিডিয়া গ্রুপের সিপিসি'র সিসিটিভি শাখার সদস্য এবং সিসিটিভি'র ডেপুটি এডিটর চু থোং ২০১৯ সালের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কাজ সম্পর্কে বলেন, এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান সবদিক দিয়েই বৈচিত্র্যময় হবে এবং এর মাধ্যমে চীনের সংস্কৃতিকে তুলে ধরা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের আনন্দ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চায়না মিডিয়া গ্রুপের সিপিসি'র সিসিটিভি শাখার সদস্য চিয়াং ওয়েন বো সাংবাদিক সম্মেলনে বলেন, এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি ও সাজ-সরঞ্জাম ব্যবহার করা হবে, যা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করবে।

উল্লেখ্য, চায়না মিডিয়া গ্রুপ প্রতিষ্ঠার পর এবারই প্রথম বসন্ত উত্সব পালন করতে যাচ্ছে গ্রুপটি। চীন আন্তর্জাতিক বেতার, সিসিটিভি, ও চীন জাতীয় বেতার নিয়ে গঠিত চায়না মিডিয়া গ্রুপ। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040