পরিবেশগত সভ্যতা নির্মাণসম্পর্কিত প্রেসিডেন্ট সি'র প্রবন্ধ প্রকাশিত হবে পয়লা ফেব্রুয়ারি
  2019-01-31 16:50:33  cri

জানুয়ারি ৩১: সিপিসি কেন্দ্রীয় কমিটির ম্যাগাজিন 'ছিও সি'-এ পয়লা ফেব্রুয়ারি প্রকাশিত হবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি প্রবন্ধ। প্রবন্ধের শিরোনাম: 'চীনের পরিবেশগত সভ্যতা নির্মাণ নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া'।

প্রবন্ধে বলা হয়েছে, পরিবেশগত সভ্যতা নির্মাণ চীনা জাতির টেকসই উন্নয়নের মৌলিক কৌশল। অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশগত সভ্যতা নির্মাণকে সংযুক্ত করা উচিত। সিপিসি'র নেতৃত্ব ও সমাজতন্ত্রের সুবিধা কাজে লাগিয়ে, চীন দৃঢ়ভাবে পরিবেশগত সভ্যতা নির্মাণ করবে, পরিবেশগত সমস্যা সমাধান করবে, এবং দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চলমান যুদ্ধে জয়লাভ করবে।

প্রবন্ধে প্রেসিডেন্ট সি আরও লিখেছেন, নতুন যুগে পরিবেশগত সভ্যতা নির্মাণ এগিয়ে নিয়ে যেতে ৫টি নীতিতে অবিচল থাকতে হবে। নীতিগুলো হচ্ছে: মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থান; পরিষ্কার পানি ও সবুজ পাহাড় 'রুপা ও স্বর্ণে'র মতো; ভালো প্রাকৃতিক পরিবেশ মানুষের কল্যাণে; পাহাড়, পানি, বন, ক্ষেত্র ও ঘাস হলো 'কমিউনিটি অব লাইফ'; সবচেয়ে কঠোর ব্যবস্থা ও আইন প্রয়োগ করে পরিবেশ সংরক্ষণ করা। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040