বেসরকারি মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রাপ্ত অর্থ পরিশোধের নির্দেশ রাষ্ট্রীয় পরিষদের
  2019-01-31 15:54:01  cri
জানুয়ারি ৩১: চীনের রাষ্ট্রীয় পরিষদ গতকাল (বুধবার) এক সভায় বেসরকারি মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রাপ্ত অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, এর জন্য টেকসই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে সভায়।

সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল ও বিভাগের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠার প্রাপ্ত অর্থ পরিশোধ করতে বলা হয়। এ পর্যন্ত বিভিন্ন সরকারি বিভাগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মোট ১৬০০০ কোটি ইউয়ান অর্থ পরিশোধও করেছে।

রাষ্ট্রীয় পরিষদের সভায় আরও সিদ্ধান্ত হয় যে, আসন্ন বসন্ত উত্সবের আগে শহরে কর্মরত কৃষকদের বেতন পুরোপুরি দেওয়া হবে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040