জেনিভায় চীনের বসন্ত উত্সবের অভ্যর্থনানুষ্ঠান
  2019-01-31 15:53:14  cri
জানুয়ারি ৩১: আসন্ন চীনা বসন্ত উত্সব উপলক্ষ্যে জেনিভায় একটি অভ্যর্থনানুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল (বুধবার) স্থানীয় সময় সন্ধ্যায়। জেনিভাস্থ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চীনের রাষ্ট্রদূত ইয়ু চিয়ান হুয়া, বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের রাষ্ট্রদূত চাং সিয়াং ছেন অনুষ্ঠানে ভাষণ দেন।

অনুষ্ঠানে ইয়ু চিয়ান হুয়া বলেন, বসন্ত উত্সবে সবাই প্রিয়জনদের সঙ্গে মিলিত হয়। এ সময়টায় তাইওয়ান প্রণালীর দুই তীরের মানুষ পরস্পরকে মিস করে। ২০১৯ সালের শুরুতেই কেন্দ্রীয় সরকার 'তাইওয়াবাসীদের উদ্দেশে বিবৃতি' প্রকাশের ৪০তম বার্ষিকী পালন করে এবং সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ভাষণে সি চিন পিং তাইওয়াকে চীনের এক অবিচ্ছেদ্য অংশ বলে আবারও উল্লেখ করেন। সি চিন পিং বলেন, দুই প্রণালীর সম্পর্কের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

চাং সিয়াং ছেন তার ভাষণে বলেন, গত এক বছরে আমরা সাফল্যের সঙ্গে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছি। বর্তমান বিশ্ব পরিস্থিতি জটিল হলেও, উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে চীন আশাবাদী।

আন্তর্জাতিক টেলিকম লীগের মহাসচিব চাও হৌ লিন, বিশ্ব বাণিজ্য সংস্থার উপ-মহাপরিচালক উ সিয়াও চুয়ান, বিশ্ব মেধাস্বত্ব সংস্থার উপ-মহাপরিচালক ওয়াং বিন ইং, জেনিভায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত চীনা কর্মীবৃন্দ, প্রবাসী চীনারা এবং বিভিন্ন চীনা গণমাধ্যমের সাংবাদিকসহ ৩ শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাইওয়ানবাসীদের উদ্দেশে দেওয়া প্রেসিডেন্ট সি চিন পিংয়ে সাম্প্রতিক শুভেচ্ছাবার্তা নিয়ে আলোচনা করা হয় এবং আসন্ন বসন্ত উত্সবের শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040