সুরের ধারায়----'ভ্যালেন্টাইন্স ডে'
  2019-02-15 08:54:39  cri


বন্ধুরা, আজ 'ভ্যালেন্টাইন্স ডে' বা 'বিশ্ব ভালোবাসা দিবস'। প্রথমে সবাইকে এ দিবসের শুভেচ্ছা জানাই! ভালোবাসার এই দিনে আমরা অবশ্যই ভালোবাসার গান শুনবো। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে চীনের সবচেয়ে জনপ্রিয় ৭টি প্রেমের গান শুনবো।

ভ্যালেন্টাইন্স ডে একটি ভালোবাসা এবং ভালোবাসা প্রকাশসম্পর্কিত দিবস। ভালোবাসা প্রকাশের অনেক উপায় রয়েছে। আর সংগীত হলো ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ উপায়। সংগীতের কোনো সীমানা নেই। মানুষ যা প্রকাশ করতে চায় তা সুরের মাধ্যমে অনুভব করা যায়।

চাঁদ আমার মনের কথা বলে' চীনের সবচেয়ে বিখ্যাত ও পরিচিত প্রেমের গান। গানের কথায় বলা হয়েছে, 'তুমি জিজ্ঞেস করো, আমি তোমাকে কত গভীর ভালোবাসি। আমি বলি, আমার অনুভূতি সত্যি, আমার ভালোবাসাও সত্যি, চাঁদ আমার মনের কথা বলে।' চীনের বিখ্যাত গায়িকা তেং লি চুন তার সুন্দর কণ্ঠে এই গান গেয়েছেন।

বন্ধুরা, এখন 'চাঁদ আমার মনের কথা বলে' গানটি শুনবো।

এবার আমরা শুনবো আরেকটি ভালোবাসার গান। গানের নাম 'Confession Ballon'। গানটি চীনের বিখ্যাত গায়ক চৌ চে লুন রচনা করেছেন। গানে একজন প্রেমিকের উত্তেজনাকর অনুভূতি ও রোম্যান্টিক পরিবেশের কথা বলা হয়েছে। গানটি ২০১৬ সালে চীনের সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পায় এবং এটি ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় চীনা গানের অন্যতম।

বন্ধুরা, এখন এই মিষ্টি গানটি শুনবো। সবাই তো আশা করে তার প্রেম মিষ্টি হবে। বন্ধুরা, পরের গানটির নাম 'মিষ্টি'। এটি চীনেও অনেক জনপ্রিয় ও প্রচলিত একটি প্রেমের গান। 'মিষ্টি, তুমি মিষ্টিভাবে হাসো, ঠিক বসন্তকালের ফুলের মতো! তোমার হাসি আমার কাছে অনেক পরিচিত, আহ্ যেন স্বপ্নে দেখেছি.....' প্রফুল্ল সুর ও রোমান্টিক কথা আর গায়িকার মিষ্টি কণ্ঠের জন্য গানটি গত ৪০ বছর ধরে অনেক জনপ্রিয় হয়ে রয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনি।

প্রেমে পড়া চমত্কার এক অভিজ্ঞতা তাই না? দম্পতিদের কাছে পৃথিবীতে প্রিয় লোকের সঙ্গে থাকার চেয়ে আরও কোনো ভালো ব্যাপার নেই। "তুমি যেন বাতাস, তবে তার চেয়ে আরও সুগন্ধযুক্ত। তুমি সূর্যালোক, তবে মধ্যরাতে আমার মন আলোকিত করো। তোমাকে পেয়ে আমার জীবন পরিবর্তন হয়েছে। তোমার সঙ্গে থেকে আমি অনেক খুশি।" বন্ধুরা, এখন এই প্রফুল্ল চীনা গান 'ভালোবাসায় থাকছি' শুনবো।

ভালোবাসার শেষে বিয়ে। চীনে অনেকেই 'ভ্যালেন্টাইন্স ডে'তে বিয়ে করে। আশা করে, বিয়ের পর দু'জনের সম্পর্ক সবসময় মিষ্টি থাকবে।

বন্ধুরা, পরের গানে আমরা শুনবো বিয়ে সম্পর্কিত একটি গান। গানের নাম 'আজ আমাদের বিয়ে'; গেয়েছেন চীনের জনপ্রিয় গায়ক জলিন ও থাও চে। গানে বিয়ের অনুষ্ঠানের সুখের কথা বলা হয়েছে। গানটি গোটা চীনে সবচেয়ে জনপ্রিয় দ্বৈত সংগীত। বন্ধুরা, চলুন গানটি শুনি।

এবার আমরা শুনবো খুব উষ্ণ একটি গান। গানের নাম 'সময় পার হলে ভালোবাসার রূপ দেখা যায়'; গেয়েছেন চীনা গায়িকা লিয়াং চিং রু।

"ভালোবাসায় মন অস্থির হলেও গুজব শোনার দরকার নেই। কেউ আপনাকে কত ভালোবাসে, সময় তা জানিয়ে দেবে।" গানে এমন কথাই বলা হয়েছে। বন্ধুরা, এখন এই সুন্দর গান শুনুন।

অনুষ্ঠানের শেষ আমরা শুনবো খুব সুন্দর একটি দ্বৈত সংগীত। গানের নাম 'ভালোবাসার জন্য'; গেয়েছেন চীনের বিখ্যাত দুই গায়ক এসেন ছেন ও ওয়াং ফেই। গানটি জনপ্রিয় চলচ্চিত্র 'Cherish Our Love Forever'র থিম সং। গানের কথায় বলা হয়: "ভালোবাসার জন্য আমাদের সহজে দুঃখ লাগে না। ভালোবাসার জন্য আমরা সবসময় একটি তরুণ মন ধরে রাখি। ভালোবাসার জন্য সব কিছু সুন্দর আমাদের কাছে।"

বন্ধুরা, আশা করি ভালোবাসার জন্য আপনিও সবসময় আনন্দিত থাকবেন।

 

(তুহিনা/তৌহিদ)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040