সুরের ধারায়----ওয়েই লু ইয়ে হুয়া
  2019-02-07 18:50:49  cri



শীতকাল চীনে হয়তো একটি জনপ্রিয় ঋতু নয়। এ সময় ঠান্ডা আবহাওয়ার কারণে অনেক কষ্ট হয়। তবে শীতকালে অনেক আনন্দের ব্যাপারও আছে। যেমন, এক কাপ করম কফি পান করা, উষ্ণ বিছানা, বিকেলের উষ্ণ সূর্যালোক, আর উজ্জ্বল ফায়ারপ্লেস! বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা শীতকালের উপযোগী কিছু উষ্ণ গান শুনবো।

কল্পনা করুন তো! শীতের রাতে বাইরে ঠান্ডা বাতাসের সঙ্গে তুষার পড়ছে, আর বাসার সবাই একসঙ্গে ফায়ারপ্লেস পাশে বসে আড্ডা দিচ্ছেন আর খাবার খাচ্ছেন। কত উপভোগ্য একটি ব্যাপার, তাইনা? প্রাচীনকালে চীনের সাহিত্যিকরা এমনই করতেন। তারা ছোট চুলাকে কেন্দ্র করে বসতেন, চা তৈরি করতেন, বাদ্যযন্ত্র বাজাতেন, নিজের আদর্শ নিয়ে আলোচনা করতেন ও কবিতা লিখতেন। তাদের অনেক গল্প এখনও প্রচলিত রয়েছে। চীনারা এমন আচরণের জন্য খুব সুন্দর একটি কথা বলে, তা হলো 'ওয়ে লু ইয়ে হুয়া'। এই কাজ ও শব্দ থেকে অনেক গল্প তৈরি হয়েছে।

বৈজ্ঞানিক গবেষণা অনুসারে, শীতকালে অন্যান্য ঋতুর চেয়ে মানুষ ডিপ্রেশনে বেশি আক্রান্ত হয়। আর রাতে দিনের অন্য সময় চেয়ে সহজেই নেতিবাচক অনুভূতি তৈরি হয়। এর কারণে অনেকে শীতের দীর্ঘ রাত পছন্দ করেন না। এসময় আমরা ঠান্ডা আবহাওয়া পরিবর্তন করতে পারি না, তবে আমাদের মেজাজ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। বন্ধুরা, এখন শুনুন খুব উষ্ণ একটি গান 'তোমাকে আমার গানে লেখা হয়েছে'।

শীতকাল শান্ত ধরনের গানের জন্য উপযোগী। এবার আমরা শুনবো একটি নরম প্রেমের গান। গানের নাম 'লি লি আন', গেয়েছেন চীনা গায়িকা সিয়ু চিয়া ইং। গানে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করার গল্প বলা হয়েছে। মানুষ কখনও কখনও নিঃসঙ্গ হয়। যখন তুমি সমুদ্র তীরে মনের মানুষের জন্য অপেক্ষা করছো, তখন সে হয়তো নৌকা চালিয়ে তোমার দিকে আসছে।

'ওয়ে লু ইয়ে হুয়া' বা চুলা কেন্দ্র করে আড্ডা দেওয়ার সময় বিশ্রাম ছাড়া জীবন ও দর্শনশাস্ত্রের চিন্তা করা চীনা লেখকদের অভ্যাস। চীনে 'ওয়ে লু ইয়ে হুয়া' নামে একটি বিখ্যাত বই আছে। বইয়ের লেখক ছিং রাজবংশের শিক্ষক ওয়াং ইয়ং পিন। বইয়ে তিনি জীবনের জন্য কাজ করা, বই পড়া, পরিবার ব্যবস্থাপনা, সন্তানদের শিক্ষা দেওয়া ইত্যাদি বিষয়ে নিজের অনুভূতি ও ধারণা তুলে ধরেছেন। যেমন, তিনি লিখেছেন, নিয়মিত বন্ধুদের সঙ্গে ভ্রমণ করে, যোগাযোগ করে, তাদের গুণ শিখে নিজেকে উন্নত করবে। সাধুর বই পড়ার সময়ে শুধু তাদের চিন্তাধারা মনে রাখাই যথেষ্ট নয়, বরং নিজের জীবনে বাস্তব অনুশীলন করতে হবে। বইয়ে এমন কথা অনেক। সত্যি, রাতের বেলা লেখা ও চিন্তা করার ভালো সময়। বন্ধুরা, বরং রাতে একটি শান্ত সুরের চিন্তা বা ধ্যান করুন, হয়তো বিশেষ অনুভূতি তৈরি হবে।

বন্ধুরা, আপনার কি এমন অভিজ্ঞতা আছে? নীরব শীতকালের রাতে ফায়ারপ্লেসের পাশে বসে, শান্তভাবে উজ্জ্বল আগুন দেখে, কাঠকয়লা জ্বলানোর শব্দ শুনে, মনে অনেক আরামদায়ক ও শান্তিবোধ হয়। যদি এমন অভিজ্ঞতা না থাকে কোন চিন্তা নেই, চোখ বন্ধ করে নরম সুরের সঙ্গে এমন দৃশ্যের কথা মাথায় কল্পনা করুন, মন ও শরীরে প্রশান্তি বোধ হবে। এখন, একটি সুন্দর হালকা সংগীত 'তুষার' শুনবো।এবার আমরা শুনবো খুব শান্তিপূর্ণ একটি গান, গানের নাম 'হঠাৎ', গেয়েছেন চীনা গায়িকা মো উন ওয়ে। তার নরম কণ্ঠ ও শান্ত সুরে শীতকালে আপনার মনের মেঘ দূর হয়ে যাবে। বন্ধুরা, এখন গানটি শুনি।  

শীতকাল ভালো লাগুক আর-না-লাগুক, মানুষ বা অন্যান্য প্রাণী উদ্ভিদের জন্য তা একটি কষ্টকর ঋতু। তবে ব্রিটেনের বিখ্যাত কবি পার্সি শেলি লিখেছেন: শীতকাল আসলে, বসন্তকাল কী দূরে থাকে? শীত করলে মনে রাখবেন, 'উষ্ণ বসন্তকাল' আপনার জন্য সামনে অপেক্ষা করছে।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে বিখ্যাত গায়িকা সুন ইয়ান চি'র গান 'যখন শীতকালের রাত উষ্ণ হয়' শুনবো। আশা করি, এই শীতকাল আপনি সুষ্ঠুভাবে কাটাতে পারবেন।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040