বাংলাদেশের ডেইলি সান পত্রিকার নির্বাহী সম্পাদক শিহাবুর রহমানের সাক্ষাত্কার ২
  2019-02-06 10:23:17  cri


 

গত ৭ থেকে ১৬ জানুয়ারি, চীন সরকারের আমন্ত্রণে, তুরস্ক, মিসর, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশের ১২ জন সাংবাদিক বেইজিং ও সিনচিয়াং সফর করেন। সফরের নাম 'রেশমপথের পুনরাবিষ্কার' বা 'রিডিসকভারি অব সিল্ক রোড'। এটি ছিল এ ধরনের সপ্তম সফর। বাংলাদেশের ডেইলি সান পত্রিকার নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান সফরকারী দলটির অন্যতম সদস্য ছিলেন।

দলটি ৯ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত যথাক্রমে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত এলাকার উরুমুছি, কাশখর ও কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারসহ বিভিন্ন জায়গা ভ্রমণ করেন। ভ্রমণকালে তাঁরা সিনচিয়াংয়ে মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণ এবং সেখানকার সন্ত্রাসদমন প্রক্রিয়া সম্পর্কে জানেন। পাশাপাশি, সিনচিয়াংয়ের অর্থনীতি সম্পর্কে তারা লাভ করেন স্বচ্ছ ধারণা। আজ আমরা সিনচিয়াংয়ের অর্থনীতি সম্পর্কে আলোচনা করব বাংলাদেশের ডেইলি সান পত্রিকার নির্বাহী সম্পাদক শিহাবুর রহমানের সঙ্গে। চলুন তাঁর সাক্ষাত্কারটি শুনি। বলা বাহুল্য, সাক্ষাত্কারটি গ্রহণ করা হয়েছে সিনচিয়াংয়ে ভ্রমণ চলাকালে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040