বেইজিংয়ে পারমাণবিক অস্ত্রের অধিকারী পাঁচটি দেশের সম্মেলন
  2019-01-30 18:45:47  cri
জানুয়ারি ৩০: চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স—এই পাঁচটি পারমাণবিক অস্ত্রধর দেশের আনুষ্ঠানিক সম্মেলন আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং এ প্রসঙ্গে বলেন, বর্তমান পরিস্থিতিতে পাঁচটি পারমাণবিক অস্ত্রধর দেশের উচিত সামনা-সামনি বসা ও বিশ্বের কৌশলগত নিরাপত্তা নিয়ে আলোচনা করা।

বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে কেং শুয়াং আরও বলেন, চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মনে করে যে, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সম্মেলনে পাচঁটি দেশ পারস্পরিক সমন্বয় জোরদার, মতভেদ নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে একমত হয়। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040