'চীনের বসন্ত উত্সবের সময় সাংস্কৃতিক ও পর্যটন পণ্যের বৈচিত্র্য বাড়ানো হবে'
  2019-01-30 16:28:48  cri
জানুয়ারি ৩০: আসন্ন বসন্ত উত্সবের সময় সাংস্কৃতিক ও পর্যটন পণ্যের বৈচিত্র্য বাড়াবে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। চীনের চান্দ্রপঞ্জিকার নতুন বছর বা বসন্ত উত্সবের প্রাক্কালে আজ (বুধবার) মন্ত্রণালয়ের সিপিসি'র সম্পাদক ওয়াং সিয়াও ফেং এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে শহর-থানায় নাগরিকদের জীবন-যাত্রার মান উন্নত হওয়ায় সংস্কৃতি ও পর্যটন খাতে ব্যয় অনেক বেড়েছে। পরিসংখ্যান অনুসারে, ২০১৮ সালে চীনের মানুষের সংস্কৃতিসংশ্লিষ্ট বিনোদনে মাথাপিছু গড় ব্যয় ছিল ২২২৬ ইউয়ান, যা মোট ব্যয়ের ১১.২ শতাংশ। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040