ব্রিটেনের সংসদে 'ব্রেক্সিট সংশোধন প্রস্তাব' গৃহীত
  2019-01-30 11:18:57  cri
জানুয়ারি ৩০: গতকাল (মঙ্গলবার) ব্রিটিশ সংসদের প্রতিনিধি পরিষদে 'ব্রেক্সিট সংশোধন প্রস্তাব' গৃহীত হয়েছে, তাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও ইউরোপীয় ইউনিয়নকে আলোচনায় বসার তাগিদ দেওয়া হয়েছে, যাতে 'আয়ারল্যান্ড সীমান্ত এলাকা' ইস্যু পরিবর্তে নতুন প্রস্তাব চালু করা যায়।

যদিও সংসদের নতুন সংশোধনী প্রস্তাবে আইনগত কোনো সীমাবদ্ধ নেই, তবে এ ব্যাপারের মাধ্যমে ব্রিটিশ সরকারের ওপর চাপ প্রয়োগ করতে সক্ষম। এ সম্পর্কে থেরেসা মে বলেন, সংসদের চাহিদা থাকলেও ইইউ'র সাথে পুনরায় আলোচনায় বসা অতি কঠিন ব্যাপার।

'ব্রেক্সিট' পরিকল্পনা অনুযায়ী অন্তর্বর্তীকালে ব্রিটেন ও ইইউ'র মধ্যে উত্তর আয়ারল্যান্ডের আঞ্চলিক বাণিজ্য সম্পর্কে ভালো প্রস্তাব না থাকলে পরে এতদাঞ্চলকে ইইউ'র কাঠামোতে থাকতে হবে।

গত ১৫ জানুয়ারি ভোটদানের মাধ্যমে ব্রিটিশ সরকার ও ইইউ'র মধ্যে পৌঁছানো ব্রেক্সিট চুক্তি নাকচ করে ব্রিটিশ প্রতিনিধি পরিষদ। নিয়ম অনুযায়ী ইইউ'র সাথে নতুন চুক্তি নিয়ে ফেব্রুয়ারির মাঝারিতে গণভোট আয়োজন করা হবে। তবে এ ব্যাপারে ব্রিটেনের সাথে আলোচনা করবে না বলে বারবার ঘোষণা করেছে ইইউ। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040