শাংহাই সহযোগিতা সংস্থার পাব্লিক কূটনীতি কেন্দ্র তাসখন্দে প্রতিষ্ঠিত
  2019-01-30 10:46:28  cri

জানুয়ারি ৩০: শাংহাই সহযোগিতা সংস্থার প্রথম পাব্লিক কূটনীতি কেন্দ্র গতকাল (মঙ্গলবার) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে প্রতিষ্ঠিত হয়। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরে এ কেন্দ্র এক্সপো ও সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা এবং সদস্য দেশের বেসরকারি সংস্থার বৈঠকসহ ৩০টিরও বেশি অনুষ্ঠান আয়োজন করবে।

এ কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তি উজবেকিস্তানের নাজারোভ জানান, বিশ্বায়নের প্রক্রিয়া দ্রুত হওয়ার কারণে পাব্লিক কূটনীতি ক্রমশ আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বিষয়ে পরিণত হয়েছে। এ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে উজবেকিস্তান এবং অন্য সদস্য দেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করা হবে।

উজবেকিস্তানে চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলার জাং ওয়েন ছুয়ান বলেন, পাব্লিক কূটনীতি কেন্দ্র প্রতিষ্ঠা থেকে শাংহাই সহযোগিতা সংস্থার প্রতি উজবেকিস্তানের গুরুত্বারোপ বোঝা যায়। তাছাড়া এটি শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদানের জন্যও খুব সহায়ক হবে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040