চীনে বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠান
  2019-02-05 18:12:04  cri



এখন সারা চীনে বসন্ত উত্সবের আমেজ চোখে পড়ে। বসন্ত উত্সব হল চীনাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উত্সব। এই উত্সব উদযাপনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মকাণ্ড আয়োজিত হয়। আজকের টপিক অনুষ্ঠানে আজ আমরা চলতি বছর চীনাদের বসন্ত উত্সব উদযাপনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করবো।

চলতি বছরের বসন্ত উত্সব এবং লণ্ঠন উত্সব চলাকালে চীনের রাজধানী বেইজিংয়ে 'মন্দির মেলা' এবং 'তুষার ও বরফের শীত্কালীন অলিম্পিক গেমস', 'আকর্ষণীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার' এবং 'ফ্যাশনাবল পদ্ধতিতে বসন্ত উত্সব উদযাপন' চারটি বিষয় অনুসারে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। লোকজন মন্দির মেলায় বেড়াতে যেতে পারেন, সেখানে বিভিন্ন মজার খাবার খেতে পারেন। এ ছাড়া লোকজন জাদুঘরে যেতে পারেন, ইন্টারনেটে বসন্ত উত্সব উদযাপনের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে পারেন।

আপনারা হয়তো জানেন, ২০২২ সালে বেইজিংয়ে শীত্কালীন অলিম্পিক গেমস আয়োজিত হবে। তাই চলতি বছরের বসন্ত উত্সব উদযাপনে বরফ এবং তুষার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেইজিংয়ের উপ-প্রচার মন্ত্রী ছেং মিং চিয়ে জানান, 'তুষার শীত্কালীন অলিম্পিক গেমস হল চলতি বছরের বসন্ত উত্সব উদযাপনের একটি বৈশিষ্ট্য। বেইজিং শহর বিভিন্ন স্টেডিয়াম, পার্কের মাধ্যমে আনন্দময় বরফ ঋতু এবং তুষার কার্নিভাল অনুষ্ঠান আয়োজন করবে। যাতে লোকজন বসন্ত উত্সবের সময় বরফ এবং তুষার খেলার আনন্দও উপভোগ করতে পারে।

বসন্ত উত্সব চলাকালে বেইজিংয়ে বিভিন্ন মন্দির মেলাও আয়োজিত হয়। বেইজিংয়ের বিভিন্ন পার্কে বিভিন্ন রকমের মন্দির মেলা লোকজনকে স্বাগত জানায়। এতে বৈশিষ্ট্যময় খাবার আছে, মজার খেলাধুলা আছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। মন্দির মেলায় বিদেশি বন্ধুরা চীনের বৈশিষ্ট্য এবং চীনা সংস্কৃতি সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারবে।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040