'বিদেশি বিনিয়োগ আইনের খসড়া' দ্বিতীয়বার পর্যালোচনা করলো চীনের জাতীয় গণকংগ্রেস
  2019-01-29 16:39:16  cri
জানুয়ারি ২৯: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি আজ (মঙ্গলবার) 'বিদেশি বিনিয়োগ আইনের খসড়া' দ্বিতীয়বারের মতো পর্যালোচনা করেছে। এক মাস আগে প্রথম পর্যালোচনাটি হয়েছিল।

এদিকে, সিআরআই এক সম্পাদকীয়তে বলেছে, এতে তাড়াতাড়ি এ আইন কার্যকর করার চীনা ইচ্ছা প্রতিফলিত হয়েছে। এর অর্থ চীন উন্মুক্তকরণকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়, চীন ইতোমধ্যেই তার বাজারকে বিদেশিদের জন্য আরও উন্মুক্ত করেছে। এতে চীনে বৈদেশিক বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা যায়। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040