হুয়াওয়ে'র বিরুদ্ধে মার্কিন আইন মন্ত্রণালয়ের অভিযোগ চীনের প্রত্যাখ্যান
  2019-01-29 14:57:10  cri
জানুয়ারি ২৯: চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে'র বিরুদ্ধে মার্কিন আইন মন্ত্রণালয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (মঙ্গলবার) রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রকে হুয়াওয়েসহ চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দমনমূলকনীতি বাদ দিতে হবে।

কেং শুয়াং বলেন, মার্কিন আইন মন্ত্রণালয় হুয়াওয়ে এবং এর ভাইস চেয়ারম্যান ও সিএফও মেং ওয়ানচৌ'র বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে, যার ওপর চীন সরকার কড়া নজর রেখেছে। চীন সরকার বরাবরই চীনা প্রতিষ্ঠানগুলোকে অন্য দেশের আইন মেনে চলতে এবং অন্যান্য দেশকে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি সমআচরণ করতে আহ্বান জানিয়ে আসছে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে নির্দিষ্টভাবে কিছু চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর আঘাত হেনে চলেছে এবং প্রতিষ্ঠানগুলোর বৈধ কার্যক্রম দমনে সক্রিয় আছে। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040