চীন ও ভিয়েতনামের প্রেসিডেন্টদ্বয়ের নববর্ষের শুভেচ্ছা-বাণী
  2019-01-29 14:56:29  cri
জানুয়ারি ২৯: গতকাল (সোমবার) চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট নুয়েন ফু ট্রং পরস্পরের কাছে নববর্ষের শুভেচ্ছা-বাণী পাঠিয়েছেন।

প্রেসিডেন্ট সি তাঁর বাণীতে বলেন, চীনা নববর্ষ উপলক্ষ্যে আমি সিপিসি'র পার্টি, সরকার ও জনগণের পক্ষ থেকে ভিয়েতনামের পার্টি, সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই ও তাদের শুভ কামনা করি। ২০১৮ সাল হচ্ছে চীন ও ভিয়েতনামের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার দশম বার্ষিকী। বিগত ১০ বছরে চীন-ভিয়েতনাম ঐতিহ্যবাহী মৈত্রীর ভিত্তিতে পারস্পরিক রাজনৈতিক আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার মাধ্যমে সমাজতান্ত্রিক ব্রত মজবুত হয়েছে।

প্রেসিডেন্ট সি আরো বলেন, ভবিষ্যতের জন্য দু'পক্ষের উচিত আরও বিশাল দৃষ্টি নিয়ে দু'দেশের সম্পর্কের উন্নয়নের প্রতিচিত্র নির্ধারণ করা, উচ্চ পর্যায়ের আদান-প্রদান জোরদার করা, উন্নয়ন কৌশল সংযোগ এগিয়ে নেয়া এবং বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা গভীরতর করা।

প্রেসিডেন্ট নুয়েন ফু ট্রং বলেন, ২০১৮ সালে দু'দেশের পার্টি ও দু'দেশের শীর্ষনেতৃবৃন্দের নেতৃত্বে দু'দেশের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ ও সার্বিক সহযোগিতামূলক সম্পর্ক ফলপ্রসূ হয়েছে। ২০১৯ সালে প্রেসিডেন্ট সি'র সঙ্গে দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে এগিয়ে নিতে ভিয়েতনাম ইচ্ছুক বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040