সহজ চীনা ভাষা- শুভ বসন্ত উত্সব
  2019-02-04 15:57:36  cri

ফেই: প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সহজ চীনা ভাষা। আমি আপনাদের বন্ধু শুয়েই ফেইফেই।

তৌ: সঙ্গে আছি আমি তৌহিদ।

ফেই: বন্ধুরা, এই সপ্তাহ চীনা মানুষের জন্য একটি বিশেষ সময়। কারণ ৪ তারিখ হলো চীনের চান্দ্রবর্ষের শেষ মাসের শেষ দিন, আর ৫ তারিখ চীনাদের সবচেয়ে বড় উত্সব-বসন্ত উত্সব। এখন সারা চীনে এই উত্সবের আমেজ চোখে পড়ে। আর এখানে আমরাও বিশেষ করে আপনাদের সবাইকে জানাচ্ছি চীনের নববর্ষ বা বসন্ত উত্সবের শুভেচ্ছা-

春节快乐

chūn jiē kuài lè ! শুভ বসন্ত উত্সব!

তৌ: 春节快乐বন্ধুরা, নতুন বছর আপনাদের সবার জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সুখী হোক।

আচ্ছা ফেইফেই, আমাদের এই অনুষ্ঠান যদিও চীনা ভাষা শেখার অনুষ্ঠান, তারপরও আমার বিশ্বাস, শ্রোতাবন্ধুরা চীনা ভাষা শেখার পাশাপাশি চীন সম্পর্কে অনেক তথ্য এবং চীনের রীতিনীতি, ইতিহাস, সংস্কৃতিসহ নানা বিষয় জানতে পারেন। আমার মনে হয়, এক্ষেত্রে আজকের অনুষ্ঠান খুব ভালো একটি সুযোগ, বসন্ত উত্সব নিয়ে কিছু চীনা শব্দ শেখা ছাড়াও শ্রোতা বন্ধুদের চীনাদের বসন্ত উত্সব উদযাপনের রীতিনীতি নিয়ে কিছু আলাপও করা যাবে।

ফেই: আপনি ঠিকই বলেছেন। তাহলে এখনই শুরু করা যাক আজকের মূল অনুষ্ঠান।

বন্ধুরা, শুরুতে আমি উল্লেখ করেছি যে, চীনের চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি হলো চীনের চান্দ্রবর্ষের শেষ মাসের শেষ দিন। আর এই দিনটিকে চীনারা 除夕chú xī বলে। চীনা ভাষায় 除chúর অর্থ বিদায় দেওয়া, 夕xīর অর্থ রাত, তাই 除夕chú xī র অর্থ শেষ রাতকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো।

তৌ:আচ্ছা, 除夕chú xī মানে চীনের চান্দ্র পঞ্জিকা অনুযায়ী বছরের শেষ দিন। তাহলে এই বিশেষ দিনে চীনাদের কি কোনো বিশেষ রীতি আছে?

ফেই: অবশ্যই আছে।除夕chú xīঅর্থাত বছরের শেষ দিনের নানা ধরনের রীতিনীতি পালন করা হয়। এদিন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস দীর্ঘদিনের। ছুসির কিছুদিন আগে থেকেই ঘর পরিষ্কারের কাজ শুরু হয়ে যায়। ছুসির দিন বাড়ি সম্পূর্ণ পরিষ্কার করার পাশাপাশি বিছানাপত্র, লেপ-তোষক ভালো করে ধুতে হয়। এই রীতি সম্বন্ধে একটি কাহিনীও আছে। প্রাচীনকালের একটি কাহিনীতে চুয়ান সু নামে এক ব্যক্তির অলস ছেলের নাম পাওয়া যায়। ছেলেটি কোনো কাজ করত না, সব সময় ময়লা ও ছেঁড়া কাপড় পরত এবং জাউ খেতো। ছুসির রাতে এই ছেলে শীতে ও ক্ষুধায় ঘরের কোণে মৃত্যুবরণ করে। তাই ছুসির দিন চীনারা ঘরবাড়ী পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি বাড়ির ছেঁড়া কাপড়গুলো ফেলে দেয় এবং বাসি ভাত ও তরকারি দুপুরে খেয়ে ফেলে অথবা ফেলে দেয়। এই রীতির মাধ্যমে চীনারা অভাব ও দারিদ্র্যসহ পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের সমৃদ্ধি কামনা করে।

ঘর-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর চীনারা বাড়ির দরজায় কল্যাণমূলক দ্বি-চরণ শ্লোক এঁটে দেন এবং লন্ঠন ঝুলিয়ে দেন। বসন্ত উত্সবের আগের দিন রাত্রে পরিবারের সবাই একসঙ্গে বছরের শেষ দিনের খাবার খায়। সারা চীনে এমনটি হয়ে থাকে। পরিবারের সদস্যদের মধ্যে যারা বাইরে কাজ করেন, তারা ঘরে ফিরে আসার চেষ্টা করেন। সেই রাতে পরিবারের সদস্যরা মিলে অনেক সুস্বাদু খাবার তৈরি করেন। আর এই খাবারকে বলা হয় 年夜饭nián yè fàn। 年nián মানে বছর, 夜yèমানে রাত, 饭fàn মানে খাবার। এর অর্থ, বছরের শেষ দিবসের রাতের আহার।

তৌ: আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা শিখলাম চীনের চান্দ্রপঞ্জিকার শেষ দিনকে চীনা ভাষায় বলা হয়, 除夕chú xī, আর এই দিন রাতের গুরুত্বপূর্ণ খাবারকে চীনা ভাষায় বলা হয়, 年夜饭nián yè fàn।

তাহলে বসন্ত উত্সবকে চীনা ভাষায় কী বলা হয়?

ফেই: বসন্ত উত্সব, এর চীনা ভাষা হল 春节chūn jiē। 春 মানে বসন্ত, 节 মানে উত্সব। খ্রিষ্টানদের বড় দিনের মতো বসন্ত উত্সব চীনাদের কাছে বছরের সবচেয়ে বড় উত্সব। ঐতিহাসিক তথ্য অনুসারে চীনাদের বসন্ত উত্সবের ইতিহাস চার হাজার বছরেরও বেশী দীর্ঘ। চীনের ঐতিহ্যিক রীতি অনুযায়ী চীনের বসন্ত উত্সব চীনের চান্দ্রবর্ষের শেষ মাসের ২৩তম দিন থেকে নতুন বছরের প্রথম মাসের ১৫তমো দিন অর্থাত্ লন্ঠন উত্সব পর্যন্ত স্থায়ী হয়। প্রায় তিন সপ্তাহ ধরে বসন্ত উত্সব উদযাপন করা হয়। বসন্ত উত্সবের কর্মসূচীও বৈচিত্র্যময়। স্থানীয় অপেরা ও চলচ্চিত্র অনুষ্ঠান, সিংহনাচ, বিভিন্ন ধরনের মেলা ইত্যাদি কর্মসূচির কল্যাণে সবখানেই উত্সবের আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। অবশ্য আজকাল বেশিরভাগ লোক বাড়িতে বসে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বসন্ত উত্সবের বিশেষ অনুষ্ঠান উপভোগ করে।

বসন্ত উত্সবের সময় একটি কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলো আত্বীয়স্বজন এবং বন্ধুর বাসায় গিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময়। চলুন তাহলে, এখন আমরা যে কথাটি চীনা মানুষ সবচেয়ে বেশি বলে থাকে, সে কথাটি শিখি।

প্রথম বাক্য। যে কোনো বয়সের, যে কোনো পদমর্যাদার লোককে বলা যায়, তা হলো, 万事如意wàn shì rú yì. মানে, সব কাজ আপনার ইচ্ছামতো হোক!

এখানে 万wàn মানে দশ হাজার, এখানে মানে বহু, অনেক, সব।事shìমানে কাজ বা ব্যাপার। 如rúমানে যেন, 意yìমানে ইচ্ছা, তাই 如意rú yìমানে ইচ্ছামতো। এটা খুবই সুন্দর একটি শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা শিখে নিন, আপনার চীনা বন্ধুকে এ শুভকামনা জানালে তিনি নিশ্চয়ই অনেক খুশি হবেন।

আর আপনি যদি বয়স্ক মানুষকে সম্মান জানাতে চান, তাহলে বলতে পারেন, 祝您身体健康zhù nín shēn tǐ jiàn kāng । মানে আপনার সুস্বাস্থ্য কামনা করি। 祝zhù মানে কামনা করা, 您nín মানে আপনি, 身体shēn tǐ শরীর, 健康jiàn kāng মানে সুস্বাস্থ্য।

যদি আপনি ব্যবসায়ীকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানাতে চান, তাহলে আপনি এভাবে বলতে পারেন: 恭喜发财gōng xǐ fā cái. 恭喜gōng xǐ মানে greetings, আপনার ভালো কিছু কামনা করি বা অভিনন্দন জানাই।发财fā cái মানে, অনেক টাকা বা সম্পত্তি পাওয়া, ধনী হওয়া। নিশ্চয়ই এটা ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ভালো শুভেচ্ছা, তাই না?

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040