বসন্ত উত্সব সংক্রান্ত সঙ্গীত
  2019-02-06 10:25:37  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সুরের ধারায় আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শুয়েই ফেইফেই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

বন্ধুরা, ৫ ফেব্রুয়ারি চীনাদের সবচেয়ে বড় উত্সব-বসন্ত উত্সব। এখন সারা চীনে চোখে পড়ে উত্সবের আনন্দের আমেজ। আজকের অনুষ্ঠানে তাহলে আপনাদের জন্য চীনের বসন্ত উত্সব বিষয়ক কিছু সুন্দর গান শোনাবো। এসব গানের মধ্য দিয়ে আপনারা চীনাদের ঐতিহ্যবাহী রীতিনীতি এবং আনন্দের অনুভূতি উপভোগ করতে পারবেন। আর গান শোনার সঙ্গে সঙ্গে আমি আপনাদের চীনাদের বসন্ত উত্সব সংক্রান্ত কিছু রীতিনীতিও ব্যাখ্যা করবো, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে।

প্রথমে শুনুন 'আনন্দময় বসন্ত উত্সব' শিরোনামে একটি গান।গেয়েছেন কন্ঠশিল্পী সুন ইয়ে(১)

বন্ধুরা, বসন্ত উত্সব চীনাদের বছরের সবচেয়ে বড় উত্সব। যুগ পরিবর্তনের সংগে সংগে বসন্ত উত্সবের বিষয়বস্তুরও কিছু পরিবর্তন হয়েছে, নাগরিকদের বসন্ত উত্সব পালনের কায়দারও কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু চীনা নাগরিকদের জীবনে ও চিন্তাভাবনায় বসন্ত উত্সবের অবস্থানের এখনো পরিবর্তন হয়নি ।

ঐতিহাসিক তথ্য অনুসারে, চীনাদের বসন্ত উত্সবের ইতিহাস চার হাজার বছরেরও বেশি দীর্ঘ । তবে তখন এই উত্সবের নাম বসন্ত উত্সব ছিলনা, উত্সবের দিন তারিখও নির্দিষ্ট ছিলনা। খৃষ্টপূর্ব দু হাজার এক শ' সালের সময় তখনকার অধিবাসীরা বৃহস্পতি গ্রহের একবার প্রদক্ষিণের সময়কে এক সুই বলে অভিহিত করতেন, সেই সময় বসন্ত উত্সবের নাম ছিল সুই।খৃষ্টপূর্ব এক হাজার সালের কাছাকাছি সময় তখনকার অধিবাসীরা বসন্ত উত্সবকে চীনা ভাষায় ' নিয়েন ' বলে ডাকতেন। ' নিয়েন ' অর্থ বছর , তবে তখনকার বছরের অর্থ ছিল সুফসল । যে বছর খাদ্য শস্যের ভালো ফলন হয়েছে , সেই বছরকে ফসলের নিয়েন বলা হতো , যে বছর খুব ভালো ফসল হয়েছে, সেই বছরকে ভালো ফসলের নিয়েন বলা হতো ।

আচ্ছা, তাহলে এখন শুনুন 'আপনার জীবন সুখী হোক' শিরোনামে একটি গান, গেয়েছেন কন্ঠশিল্পী সুন ইয়ে।(২)

বন্ধুরা, চীনের ঐতিহ্যিক রীতিনীতি অনুসারে চীনের বসন্ত উত্সব চীনের চান্দ্রবর্ষের শেষ মাসের ২৩ তম দিন থেকে নতুন বছরের প্রথম মাসের ১৫তম দিন অর্থাত্ লন্ঠন উত্সব পর্যন্ত স্থায়ী হয়, বসন্ত উত্সব উদযাপনের সময় প্রায় তিন সপ্তাহ । এই সময় পর্বে বসন্ত উত্সবের আগের দিন অর্থাত পুরনো বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন অর্থাত বসন্ত উত্সবের প্রথম দিন হচ্ছে বসন্ত উত্সবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই দিন ।

বন্ধুরা, তাহলে শুনুন আরেকটি সুন্দর গান, গানের শিরোনাম 'সবাইকে শুভেচ্ছা'। গেয়েছেন কন্ঠশিল্পী ইয়াং ইয়ু ইং।(৩)

বসন্ত উত্সবকে স্বাগত জানানোর জন্য চীনের শহরাঞ্চল ও পল্লী অঞ্চলের অধিবাসীরা নানা ধরনের প্রস্তুতিমূলক কাজ করেন । চীনের পল্লী অঞ্চলে প্রস্তুতির কাজ বছরের শেষ মাসের প্রথম দিন থেকেই শুরু হয়। কৃষকরা বাড়ীঘর পরিষ্কার করেন , লেপতোষক ধুয়ে পরিষ্কার করেন , বাজার থেকে বসন্ত উত্সবের খাওয়া ও মেহমানকে খাওয়ানোর খাদ্যদ্রব্য কিনেন , যেমন মিষ্টি জাতীয় খাদ্য , কেক , ফলমুল , মাছ-মাংস ইত্যাদি ।

আচ্ছা, এখন শুনুন 'সুন্দর বছর' শিরোনামে একটি গান, গেয়েছেন কন্ঠশিল্পী ইয়াং ইয়ু ইং।(৪)

বন্ধুরা, বড় বড় শহরে উত্সবের প্রস্তুতিও উত্সবের অনেক দিন আগে থেকে শুরু হয়। সাংস্কৃতিক বিভাগগুলো ও বিভিন্ন শিল্পীদল উত্সবকালের সাংস্কৃতিক কর্মসূচি তৈরির কাজে ব্যস্ত থাকে, টেলিভিশন কেন্দ্র বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেয় , বিভিন্ন পার্ক কর্তৃপক্ষ নানা ধরনের মেলা আয়োজনের প্রস্তুতি নেয় আর সুপার শপগুলো ভোক্তাদের চাহিদা মেটাতে দেশের বিভিন্ন জায়গা থেকে তথা বিদেশ থেকে পণ্যদ্রব্য জোগাড় করার প্রচেষ্টা চালায়।

আচ্ছা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের শিরোনাম 'প্রতি বছর সৌভাগ্যময় হোক'। গেয়েছেন কন্ঠশিল্পী ইয়াং ইয়ু ইং।(৫)

বন্ধুরা, চীন একটি বড় দেশ , কাজেই বিভিন্ন জায়গায় বসন্ত উত্সব উদযাপনের রীতিনীতি ভিন্ন। তবে বসন্ত উত্সবের আগের দিন রাত্রে অর্থাত্ পুরনো বছরের শেষ দিন রাত্রে পরিবারের সবাই এক সংগে মিলে বছরের শেষ খাবার সম্পন্ন করার প্রথা সমগ্র দেশে প্রায় একই ।

আচ্ছা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের শিরোনাম 'সু কিছুই আপনার ইচ্ছা মত'। গেয়েছেন কন্ঠশিল্পী ইয়াং ইয়ু ইং।(৬)

বন্ধুরা, বছরের শেষ রাতে সারারাত জেগে কাটানোও বসন্ত উত্সবের এক রেওয়াজ । সেই রাতে লোকেরা নাচগান ও গল্প করার মধ্য দিয়ে বছরের শেষ রাত কাটান। বসন্ত উত্সবের প্রথম দিন অর্থাত চান্দ্র বর্ষের প্রথম দিন সকালে পরিবারের সবাই নতুন জামা-পোশাক পরে মেহমানদের স্বাগত জানান অথবা নববর্ষের শুভেচ্ছা জানাতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাড়ীতে যান । সেদিন সবাই পরস্পরের সংগে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং চা , বাদাম ও মিষ্টি খেয়ে গল্প করেন।

আচ্ছা, এখন শুনুন 'চীনের আনন্দের ব্যাপার' শিরোনামে একটি গান, গেয়েছেন সঙ্গীত ব্যান্ড ইয়ু উন হুয়া।(৭)

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি চীনাদের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় উত্সব-বসন্ত উত্সবের রীতিনীতি নিয়ে আপনাদের সঙ্গে অনেক আলাপ করলাম। আশা করি তা আপনাদের চীনকে বুঝতে সহায়তা করেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040