আনন্দের সঙ্গে বসন্ত উত্সব কাটানো
  2019-02-06 10:25:37  cri

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সুরের ধারায়। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শুয়েই ফেইফেই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

বন্ধুরা, আজই চীনের চান্দ্র পঞ্জিকা অনুযায়ী ২০১৯ সালের প্রথম দিন। মানে আজ থেকেই চীনাদের জন্য শুরু হল নতুন বছর, হল নতুন সূচনা। এ দিনটিকে চীনারা বসন্ত উত্সব হিসেবে পালন করে, তা চীনাদের জন্য সবচেয়ে বড় আর সবচেয়ে মনোজ্ঞ উত্সব। আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের বসন্ত উত্সবের শুভেচ্ছা সম্পর্কিত কয়েকটি সুন্দর গান শোনাবো। আশা করি তা আপনাদের ভালো লাগবে।

প্রথমে শুনুন 'সবসময় বাসায় ফিরে দেখো' শিরোনামে একটি গান, গেয়েছেন কন্ঠশিল্পী ছেন হুং। (১)

বন্ধুরা, এখন শুনুন 'সুন্দর ফুল, গোল চাঁদ' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী তিও হান। চীনা ভাষায় গোল চাঁদ হল মিলন এবং সুখের প্রতীক, গানে গোটা পরিবারের একসাথে নববর্ষ উদযাপনের আনন্দ বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তাহলে শুনুন গানটি।(২)

বন্ধুরা, এখন শুনুন চীনের খুব বিখ্যাত কন্ঠশিল্পী কাও শেং মেই-এর গাওয়া নববর্ষের শুভেচ্ছার গান। তিনি একটানা কয়েকটি সুন্দর গান গেয়েছেন, গানে নতুন বছরে সবার সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ জীবনের অনুভূতি বর্ণনা করা হয়েছে(৩)

বন্ধুরা, এখন শুনুন 'দরজা খুলে সৌভাগ্যকে স্বাগত জানানো' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী হুও ফেং। গানের কথা এমন: তুমি কিভাবে ভাবো, তা কোনো বড় বিষয় নয়, আমরা সবসময় পথে আছি। একদিন তুমি ক্লান্তির কথা বলো, শুধুই জন্মস্থানে মনে শান্তি পাবে।আচ্ছা, শুনুন গানটি।(৪)

বন্ধুরা, এখন শুনুন 'প্রতিদিন নতুন বছর, প্রতিদিন খুশি' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী লুং ভিয়াও ভিয়াও। বন্ধুরা, চীনে বসন্ত উত্সবের সময় পরিবারের সবাই মিলে একসাথে সুস্বাদু খাবার খাওয়া এবং নতুন বছরকে স্বাগত জানানো চীনাদের ঐতিহ্য এবং রীতি। আর চাঁদ গোলাকার হওয়া চীনাদের মিলনের আকাঙ্খা বর্ণনা করে। আচ্ছা, এখন শুনুন গানটি।(৫)

বন্ধুরা, এখন শুনুন 'লাল খাম দাও' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী রেন সিয়ান ছি। বন্ধুরা, চীনাদের বসন্ত উত্সবের সময় ছোট বয়সীদেরকে লাল খাম দেয়ার রীতিনীতি আছে।

লাল খামে কিছু টাকা থাকে, মানে নতুন বছরে প্রবীণদের শুভেচ্ছা । আচ্ছা, শুনুন গানটি। (৬)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের শিরোনাম 'আনন্দের সঙ্গে বসন্ত উত্সব কাটানো'। হ্যাঁ, চীনে এমন একটি কথা আছে: উত্সবের সময় বিশেষ করে জন্মস্থানের কথা খুব মিস করি। জন্মস্থান, বাসা, পরিবার, সবসময় মানুষের মনে উষ্ণতার প্রতিনিধিত্ব করে। তাই না? তাই বসন্ত উত্সব উপলক্ষে আপনাদের জন্যই এই সুন্দর গান।(৭)

বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হল, অনুষ্ঠান শেষে আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি বসন্ত উত্সবের শুভেচ্ছা। আশা করি নতুন বছরে আমাদের সবার জীবন হবে সাফল্যে ভরা, আনন্দময় আর সুখী।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040