ভালোবাসার গল্প
  2019-01-31 13:44:06  cri

১৯৯১ সালে চাং চিয়ের আরেকটি অ্যালবাম 'ভগ্নহৃদয়' প্রকাশিত হয়। এ ছাড়া তিনি 'মর্মাহত' গানটিও প্রকাশ করেন। অ্যালবাম 'ভগ্নহৃদয়' সেই বছর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের হংকং টেলিভিশনের অ্যালবাম তালিকায় স্থান পায়। তার গান 'মর্মাহত' এই টেলিভিশনের সঙ্গীত তালিকায়ও স্থান লাভ করে। 

এ ছাড়া অনেক টিভি নাটকে ওয়াং চিয়ে'র গান থিম সং হিসেবে ব্যবহার করা হয়। ওয়াং চিয়ে'র গান 'এই জীবনে অনুতাপ নেই' হল হংকং-এর খুব জনপ্রিয় টিভি নাটক 'এই জীবনে অনুতাপ নেই'-এর থিম সং। এই গানটি একটানা সাত সপ্তাহ সঙ্গীত বিক্রি তালিকার শীর্ষস্থান অর্জন করে। 

১৯৯৩ সালে আয়োজিত সেই বছরের দশ জন আদর্শ ব্যক্তির পুরস্কারের নির্বাচনে ওয়াং চিয়ে 'দশ জন আদর্শ ব্যক্তি' এবং 'শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর আদর্শ ব্যক্তি'র পুরস্কর পান। 

এ ছাড়া ওয়াং চিয়ে চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র বসন্ত উত্সবের টিভি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন। ১৯৯৩ সালে সিসিটিভি'র বসন্ত উত্সবের উদযাপনী অনুষ্ঠানে ওয়াং চিয়ে নিজের সবচেয়ে জনপ্রিয় গান 'বাসায় ফিরে যাওয়া' পরিবেশন করেন। 

২০০১ সালে ওয়াং চিয়ে 'মর্মাহত ১৯৯৯' এবং 'রোম্যান্টিক নয়' গানটি গেয়ে চীনের হংকং-এর সঙ্গীত মহলে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০২ সালে ওয়াং চিয়ে 'আমি সত্যি তোমাকে ভালোবাসি' গানটি গেয়েছেন এবং এই গানের মাধ্যমে আরো বেশি জনপ্রিয়তা পেয়েছেন। 

এ ছাড়া ওয়াং চিয়ে অনেক বার সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করেছেন। ২০১০ সালের অগাস্ট মাসে তিনি বেইজিংয়ে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। ২০১১ সালের ২৩ মে তিনি ব্রিটেনের লন্ডনে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। ২০১৪ সালে বেইজিংয়ে আবারও সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040