ভেনেজুয়েলার তেল কোম্পানির বিরুদ্ধে মার্কিন অর্থমন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  2019-01-29 13:38:45  cri

জানুয়ারি ২৮: গতকাল (সোমবার) ভেনেজুয়েলার তেল কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মার্কিন অর্থমন্ত্রণালয়।

মার্কিন অর্থমন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার তেল কোম্পানি হলো রাষ্ট্রায়ত্ত কোম্পানি, ভেনেজুয়েলার কর ও বিদেশি মুদ্রার একটি প্রধান সূত্র। এ কোম্পানি যুক্তরাষ্ট্রের মধ্যে আর অর্থ ব্যবহার করতে পারবে না এবং যে কোনো মার্কিন নাগরিক এ কোম্পানির সঙ্গে ব্যবসা করতে পারবে না।

মার্কিন সরকার গত ২৩ তারিখে ভেনেজুয়েলার সংসদের স্পিকার বিরোধী দলের হুয়ান গুয়াইদোকে দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় এবং ভেনেজুয়েলা সরকারকে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ দেওয়ার ঘোষণা দেয়। একই দিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040