গত ১৮ জানুয়ারি এন্টওয়ার্পের ডেপুটি মেয়র লুডো ভ্যান ক্যাম্পেনহাউট শহরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বেলজিয়ামে নিযুক্ত চীনা দূতাবাস এন্টওয়ার্পেরে স্প্রিং ফেস্টিভাল প্যারেড আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই বছর এন্টওয়ার্প এবং চীন শাংহাইয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ শহরের মধ্যে ৩৫তম বার্ষিকী অনুষ্ঠিত হবে। আমি আশা করি, উভয় পক্ষ স্প্রিং ফেস্টিভাল প্যারেডের মাধ্যমে আরও চিত্তাকর্ষক অনুষ্ঠান আয়োজন করতে পারবে।
বেলজিয়ামে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর সিয়াং সি হাই বলেন, এন্টওয়ার্পের "হীরের রাজধানী" এবং "ফ্যাশন রাজধানী" হিসেবে খ্যাতি রয়েছে। এটি বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর। এ বছর বেলজিয়াম স্প্রিং ফেস্টিভাল প্যারেডে অংশগ্রহণকারীর সংখ্যা সর্বাধিক হতে পারে। স্প্রিং ফেস্টিভাল প্যারেড ছাড়াও, শাংহাই ডান্স স্কুল থেকে পেশাদার অভিনেতা এন্টার্পের এলিজাবেথ থিয়েটারে অনুষ্ঠান পরিচালনা করবেন। চীনা ও বিদেশি শ্রোতাদের জন্য ঐতিহ্যগত চীনা-গান এবং বিভিন্ন পরিবেশনা থাকবে।
বেলজিয়ামের ওভারসিস চীনা অ্যাসোসিয়েশনের এন্টওয়ার্প স্প্রিং ফেস্টিভাল প্যারেডের আহ্বায়ক লিয়াং ফু থুয়ান বলেন, চীনারা শত শত বছর ধরে বেলজিয়ামে বাস করছেন। এন্টওয়ার্প স্প্রিং ফেস্টিভাল প্যারেডটি বেলজিয়ামে প্রথম আয়োজন করছে। আশা করা হচ্ছে যে, এই প্যারেডে চীনা সংস্কৃতির প্রচার হবে এবং আরও অনেক মানুষকে এন্টওয়ার্পের সুন্দর শহর সম্পর্কে জানাবে।