উত্তর জার্মান প্রবাসী চীনা ফেডারেশন, হামবুর্গ চীনা মহিলা ফেডারেশন, হামবুর্গ চীনা শিক্ষার্থী ও স্কলার অ্যাসোসিয়েশন এবং জার্মান-চীনা উদ্যোক্তা সমিতি যৌথভাবে এই ইভেন্ট আয়োজন করে। উত্তর জার্মানির বিভিন্ন জার্মান-চীনা সংগঠন, বহু স্থানীয় ও পৌর সরকার এবং হামবুর্গে চীনা কনস্যুলেট এই ইভেন্টে সহায়তা দিয়েছে। হামবুর্গে চীনের কনস্যুলেটের কনসাল তু সিয়াও হুই এক ভাষণে বলেন, আসন্ন নববর্ষটি হলো 'শূকর বছর'। 'পিগ' চীনে আশীর্বাদ ও ফসলের প্রতীক। এই প্রাণীটি জার্মানিতেও সৌভাগ্যের প্রতীক।
"আমি মনে করি, এ বছর 'শূকর বর্ষের' ভাগ্য ভালো। অনেক জার্মান নাগরিক শীতল যুদ্ধের পর এই বছরটিকে খুব গুরুত্বপূর্ণ বছর হিসাবে বিবেচনা করে। পরিবর্তনের মুখে চীন ও জার্মানির মধ্যে সহযোগিতা জোরদার করার হাজার হাজার কারণ রয়েছে। এই সহযোগিতা ধ্বংস করার কোন সুযোগ নেই। অতএব, আমি আন্তরিকভাবে আশা করি যে, শূকর বর্ষে আমরা চীন-জার্মান বন্ধুত্বকে শক্তিশালী করতে, চীন ও উত্তর জার্মানির মধ্যে সহযোগিতা জোরদার করতে এবং চীন ও হামবুর্গের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার জন্য শূকর বছরের ভাগ্য ব্যবহার করতে পারি।"
হামবুর্গ সিটি অফিসের পরিচালক কর্নিনা নিয়েনস্টেড তার ভাষণে পৌর সরকারের পক্ষ থেকে উপস্থিত চীনা ও জার্মান অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, হামবুর্গ দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে চীনের সঙ্গে সহযোগিতা করছে এবং চীনের জন্য জার্মানি হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। তিনি বলেন,
"আমার মতে আজকের চীনা নববর্ষ গালা হামবুর্গ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং গভীর বন্ধুত্বের প্রতীক। এতে চীন-জার্মান বেসরকারি বিনিময়ের বিস্তৃতি এবং দৃঢ় ভিত্তি দেখা যায়। আমি আন্তরিকভাবে সব অতিথি, হামবুর্গের সব চীনা মানুষকে শুকর বছরের শুভেচ্ছা জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হামবুর্গ ও চীনা জনগণের জন্য ২০১৯ সাল এক চমৎকার বছর হবে, চীন-জার্মান দ্বিপক্ষীয় সহযোগিতা একটি নতুন পর্যায়ে পৌঁছাবে।"
গালা আয়েজকদের সম্পর্কে 'উত্তর জার্মান বিদেশি চীনা সমিতির' নির্বাহী ভাইস-চেয়ারম্যান সেন কুও ছিয়াং বলেন, চলতি বছর হলো উত্তর জার্মানিতে টানা তিন বছর ধরে আয়োজিত বড় ধরনের হামবুর্গ স্প্রিং ফেস্টিভাল গালা। এটি জার্মানিতে চীনাদের স্ব-অর্থায়নের পরিচালিত একটি বড় চ্যারিটি গালা। যা উত্তর জার্মানির ৩০ টিরও বেশি চীনা গোষ্ঠীর ব্যাপক সহযোগিতার ফলাফল। তিনি বলেন,
"উত্তর জার্মানি স্প্রিং ফেস্টিভাল গালা একটি ঐতিহ্যগত চীনা সংস্কৃতি ধরে রেখেছে। এটি চীন ও জার্মানির মধ্যে একটি বৃহত্ আকারের সাংস্কৃতিক বিনিময় এবং এখন উত্তর জার্মানদের মধ্যে এটি একটি প্রধান ঘটনা হয়ে উঠেছে।"
এদিন সন্ধ্যায় রাজনীতি, অর্থনীতি ও সামাজিক মহলের কয়েক হাজার চীন-জার্মান মানুষ একসঙ্গে চমত্কার পারফর্মেন্স উপভোগ করেন। শোতে ছিল ক্রস টক, প্রথাগত চীনা বৈশিষ্ট্যময় লোক সংগীত, ইউরোপীয় শাস্ত্রীয় সংগীত চেম্বার সংগীত, সলো পিয়ানো, অপেরা নির্বাচন, বাচ্চাদের নাচ ইত্যাদি। কাই মার্কাস ২০১৭ সালে হামবুর্গ থেকে 'সিল্ক রোড' দিয়ে দৌড়ে শাংহাই পৌঁছান। তিনি তৃতীয়বারের মতো উত্তর জার্মানি স্প্রিং ফেস্টিভাল গালায় অংশ নিচ্ছেন। তিনি বলেন,
"আমি খুব খুশি যে, ঐতিহ্যবাহী চীনা উত্সবের আমেজ আগাম অনুভব করেছি। এখানে অনেক জার্মান দর্শক আছে, আমি মনে করি, চীনা ও জার্মান জনগণের অনুভূতি বাড়ানোর জন্য এটি সত্যিই সেরা প্ল্যাটফর্ম। গালাটি স্থানীয় অনেক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তাদের প্রতিবেদনগুলি দু'দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বোঝার জন্য সাহায্য করবে।"