বসন্ত উত্সব উপলক্ষ্যে সিপিসি'র নেতৃবৃন্দের সঙ্গে অন্যান্য পার্টির কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়
  2019-01-28 19:38:59  cri
জানুয়ারি ২৮: চীনের বসন্ত উত্সব উপলক্ষ্যে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দেশের অন্যান্য পার্টির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্বতন্ত্র রাজনৈতিক নেতার সঙ্গে সম্প্রতি এক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন। প্রেসিডেন্ট সি চিন পিং অন্যান্য পার্টির নেতৃবৃন্দ ও স্বতন্ত্র রাজনৈতিক নেতাদের বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে চায়না ন্যাশনাল কনস্ট্রাকশান এসোসিয়েশানের চেয়ারম্যান কাও ইয়ুন লুং অন্যান্য সকল পার্টির পক্ষ থেকে ভাষণ দেন। তিনি বলেন, ২০১৮ সালে প্রেসিডেন্ট সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে সুষম সমাজ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। ২০১৯ সাল গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। বিভিন্ন পার্টি ও স্বতন্ত্র ব্যক্তিবর্গ অব্যাহতভাবে সি চিন পিংয়ের প্রস্তাবিত চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চেতনায় দুটি একশ' বছরের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ২০১৮ সাল ছিল দেশ ও সিপিসি'র উন্নয়নের জন্য একটি অসাধারণ বর্ষ এবং মাল্টি-পার্টি ব্যবস্থার সমন্বিত উন্নয়নের বর্ষ। জটিল আন্তর্জাতিক পরিস্থিতি এবং সংস্কার ও উন্নয়নের কঠিন কাজকে সামনে রেখে, সিপিসি তার দায়িত্ব ও কর্তব্য পালন করে চলেছে। ইতোমধ্যে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে এবং উন্মুক্তকরণ প্রক্রিয়া সামনে এগিয়ে চলেছে। এর ফলে জনগণের জন্য সৃষ্টি হচ্ছে কল্যাণ। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040