২০১৯ সালে ভারত-চীন আদান-প্রদান আরও বাড়বে: বেইজিংয়ে ভারতীয় রাষ্ট্রদূত
  2019-01-28 18:53:44  cri
জানুয়ারি ২৮: বেইজিংয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ভিক্রাম মিসরি বলেছেন, ২০১৮ সাল ছিল চীন-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলতি বছর দু'দেশের মধ্যে বিনিয়ম আরও বাড়বে। তিনি আজ (সোমবার) দুপুরে ভারতীয় দূতাবাসে ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী চাং হানহুই উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আরও বলেন, গত এপ্রিলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে উ হানে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। ওই বৈঠককে ভারত-চীন অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040