চীনের উন্মুক্তকরণ প্রক্রিয়া নতুন পর্যায়ে উন্নীত হবে: সিআরআই সম্পাদকীয়
  2019-01-28 16:46:15  cri
জানুয়ারি ২৮: গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে চীন সার্বিকভাবে উন্মুক্তকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। দেশটি ইতোমধ্যেই এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে এর উন্মুক্তকরণ প্রক্রিয়া অদূর ভবিষ্যতে নতুন এক পর্যায়ে উন্নীত হতে পারে। আজ (সোমবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়, সংস্কার ও উন্মুক্তকরণের নীতি গ্রহণের পর বিগত ৪০ বছরে চীনের শ্রমবাজারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করে। ফলে দেশটিতে দ্রুত শিল্পায়ন ও নগরায়ন বাস্তবায়িত হয়। তা ছাড়া, ইতোমধ্যেই চীন উচ্চগতির প্রবৃদ্ধি অর্জনের পুরাতন ধারণা থেকে সরে এসে, উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়নের পথে এগিয়ে যেতে শুরু করেছে। উন্মুক্তকরণের প্রক্রিয়াকে নতুন পর্যায়ে উন্নীত করতে এই ধারা অব্যাহত রাখতে হবে।

সম্পাদকীয়তে আরও বলা হয়, ২০০৮ সালে আন্তর্জাতিক ব্যাংকিং খাতে সংকট দেখা দেওয়ার পর থেকেই চীন নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারপ্রক্রিয়া উন্নত করার দিকে মনোযোগ দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিদেশ থেকে সেবা ও পণ্য আমদানির প্রক্রিয়া সহজতর করা। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040