প্রেসিডেন্টপদে পুনঃনির্বাচনের ইইউ'র দাবি ভেনেজুয়েলার প্রত্যাখ্যান
  2019-01-28 16:38:31  cri

জানুয়ারি ২৮: ভেনেজুয়েলায় পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের যে-দাবি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) করেছে, দেশটির সরকার তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে ইইউ'র দাবির তীব্র নিন্দাও করেছে।

বিবৃতিতে বলা হয়, ইইউ ও মার্কিন সরকার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে 'অভ্যুত্থান প্রচেষ্টায়' সমর্থন যুগিয়েছে এবং এখন ষড়যন্ত্রকারীদের পক্ষে দাঁড়িয়েছে, যা সাম্রাজ্যবাদী আচরণ বৈ আর কিছু নয়।

উল্লেখ্য, গত রোববার ইইউ'র কূটনীতি ও নিরাপত্তানীতিবিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ফেদেরিকা মোঘারিনি বলেন, কিছুদিনের মধ্যে ভেনেজুয়েলায় নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত না-হলে, ইইউ দেশটির পার্লামেন্টের স্পিকার হুয়ান গুয়াইদাওকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, স্পেন, পর্তুগাল ও নেদারল্যান্ডসও ভেনেজুয়েলায় দ্রুত পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন আযোজনের দাবি জানিয়েছে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040