ব্রাজিলে খনিবাঁধ দুর্ঘটনায় ৫৮ জন নিহত
  2019-01-28 11:31:17  cri
জানুয়ারি ২৮: স্থানীয় সময় গতকাল (রোববার) সকালে ব্রাজিলের ফায়ার ব্রিগেড বিভাগ সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরে খনিবাঁধ দুর্ঘটনায় ৫৮ জন নিহত ও ৩০৫ জন নিখোঁজ হয়েছেন। খনিবাঁধে নতুন ঝুঁকির কারণে উদ্ধার কাজ এখন অস্থায়ীভাবে বন্ধ হয়েছে।

ব্রাজিলের খনি কোম্পানি ভ্যালের প্রযুক্তি কর্মীদের পরীক্ষা অনুযায়ী, সম্প্রতি ঝড়বৃষ্টির কারণে নদীর স্তর অনেক বেড়ে যায় এবং এতে খনিবাঁধে পুনরায় ধসের ঝুঁকি দেখা দেয়। স্থানীয় সময় শনিবার সকালে অঞ্চলটির ২৪ হাজারেরও বেশি নাগরিককে বাড়িঘর থেকে অন্য জায়গায় স্তানান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী দু'দিনের উদ্ধার কাজে ১৯২ জনের খোঁজ পাওয়া যায়, তাদের মধ্যে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040